ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আড়াই হাজার কোটি টাকা জমা দিলে জামিন পেতে পারেন ডেসটিনি চেয়ারম্যান ও এমডি

প্রকাশিত: ০৭:৪৮, ১৪ নভেম্বর ২০১৬

আড়াই হাজার কোটি টাকা জমা দিলে জামিন পেতে পারেন ডেসটিনি চেয়ারম্যান ও এমডি

স্টাফ রিপোর্টার ॥ দুদকের করা মামলায় আড়াই হাজার কোটি টাকা জমা দেয়ার শর্তে জামিন পেতে পারেন ডেসটিনি গ্রুপের চেয়ারম্যান রফিকুল আমিন ও এমডি মোহাম্মদ হোসেন। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপীল বিভাগের তিন সদস্যের বেঞ্চ এ সংক্রান্ত আপীল আবেদন শুনানি শেষে এই রায় দিয়েছে। অপর দুই বিচারক বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এবং মির্জা হোসেইন হায়দার। আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খোরশেদ আলম খান। অপরদিকে আসামি পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি। আইনজীবী খোরশেদ আলম খান জানান, শুনানিকালে আদালত আসামি পক্ষের কাছে ট্রি প্লান্টেশন প্রকল্পের নামে সংগৃহীত অর্থের বিষয়ে জানতে চান। এ সময় আসামি পক্ষ জানান, দেশের বিভিন্ন স্থানে ট্রি প্লান্টেশন প্রকল্পের আওতায় ডেসটিনির ৩৫ লাখ গাছ রয়েছে। যা বিক্রি করলে প্রায় ২ হাজার ৮০০ কোটি টাকা পাওয়া যাবে। এ সময় আদালত আগামী ৬ সপ্তাহের মধ্যে ওই গাছ বিক্রি করে পুরো টাকা না হলেও অন্তত ২ হাজার ৫০০ কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে সরকারের ট্রেজারি ফান্ডে জমা দেয়ার শর্তে জামিন দেয়া যেতে পারে বলে জানান। একই সঙ্গে আদালত গাছ বিক্রিসংক্রান্ত যাবতীয় কাগজপত্রে আসামিদের স্বাক্ষরের সুযোগ দিতেও কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন। আরিফুলের জামিন ॥ সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়াকে হত্যার অভিযোগে বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় কারাবন্দী ও বরখাস্তকৃত সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর জামিন আবেদন রবিবার মঞ্জুর করেছে হাইকোর্ট। ডেপুটি এ্যাটর্নি জেনারেল ড. মোঃ বশিরউল্লাহ এই তথ্য জানিয়েছেন। হাইকোর্টের আদেশ বহাল ॥ খুলনা সিটি কর্পোরেশনের বিএনপি সমর্থিত মেয়র মোঃ মনিরুজ্জামন মনিকে স্থানীয় সরকার বিভাগের সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ বহাল রেখেছেন সুপ্রীমকোর্টের আপীল বিভাগ। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সরকারের করা আপীল খারিজ করে রবিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বে আপীল বিভাগের বেঞ্চ এই আদেশ দেয়। এলপিজি গ্যাস নিয়ে রুল ॥ ২০০৯ সালের পর এলপিজি গ্যাসের দাম পুনর্নির্ধারণ না করা কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে রবিবার বিচারপতি আশফাকুল ইসলাম ও বিচারপতি খসরুজামানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। চার সপ্তাহের মধ্যে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যানকে রুলের জবাব দিতে বলা হয়েছে। ৮ জনের বিরুদ্ধে মামলা চলবে ॥ পূর্বাচলে সরকারী জায়গার গাছ ব্যক্তি মালিকানায় দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে ভূমি অফিসের সার্ভেয়ার ও কানুনগোসহ আটজনের মামলার কার্যক্রমের ওপর হাইকোর্টের স্থগিতাদেশ তুলে দিয়েছেন আপীল বিভাগ। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে দুদকের আবেদনের শুনানি নিয়ে রবিবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপীল বিভাগ এ আদেশ দেন।
×