ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দুই পুলিশ সাসপেন্ড

বিচারকের খাস কামরা থেকে পালিয়েছে ধর্ষক

প্রকাশিত: ০৭:৪৭, ১৪ নভেম্বর ২০১৬

 বিচারকের খাস কামরা থেকে পালিয়েছে ধর্ষক

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর বাড্ডায় গারো তরুণী ধর্ষণের মামলার প্রধান আসামি রাফসান হোসেন রুবেল বিচারকের খাস কামরা থেকে পালিয়েছে। রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে এই ঘটনার পর দায়িত্বে অবহেলার জন্য দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আমাদের কোর্ট রিপোর্টার জানান, শুক্রবার বিমানবন্দর স্টেশন এলাকা থেকে র‌্যাবের অভিযানে রুবেলকে (২৬) গ্রেফতারের পর রবিবার পুরানো ঢাকার আদালতে নিয়েছিল বাড্ডা থানা পুলিশ। আদালতে হাজির করার পর রুবেল দোষ স্বীকার করতে রাজি হওয়ায় সিএমএম আদালতের ৮ তলার ২০ নম্বর আদালত কক্ষের ম্যাজিস্ট্রেট এমদাদুল হকের খাস কামরায় তাকে নেয়া হয়। এরপর বিচারক তাকে চিন্তা-ভাবনা করার সময় দিয়ে অন্য একটি মামলার শুনানির জন্য এজলাসে উঠলে এই সুযোগে আসামি রুবেল পালিয়ে যায়। গ্রেফতারকৃত রুবেল উত্তর বাড্ডার মিশ্রীটোলা এলাকার মফিজউদ্দিন ওরফে মফু মিয়ার ছেলে। ধর্ষণ, ছিনতাই, চাঁদাবাজি ও প্রতারণাসহ কমপক্ষে ২০টি অভিযোগ রয়েছে বাড্ডার ‘ত্রাস’ বলে পরিচিত পালিয়ে যাওয়া রুবেল হোসেনের বিরুদ্ধে। মামলাগুলোর মধ্যে তার বিরুদ্ধে ধর্ষণ, চাঁদাবাজি, ডাকাতির প্রস্তুতি, মাদকদ্রব্য ও সন্ত্রাসী ঘটনায় বাড্ডা থানায় আটটি এবং রামপুরা থানায় অস্ত্র আইনের একটি মামলা রয়েছে। এরমধ্যে একটি মামলায় সে সাজাপ্রাপ্ত আসামি। গত শুক্রবার র‌্যাব গ্রেফতারের পর শনিবার তাকে বাড্ডা থানায় হস্তান্তর করেছিল।
×