ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে দেড় কোটি ডলার জমা হবে কাল

প্রকাশিত: ০৭:৪৫, ১৪ নভেম্বর ২০১৬

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে দেড় কোটি ডলার জমা হবে কাল

অর্থনৈতিক রিপোর্টার ॥ আগামীকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে চুরির দেড় কোটি ডলার জমা হবে বলে জানিয়েছেন ডেপুটি গবর্নর ও বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টিলিজেন্স ইউনিটের প্রধান আবু হেনা মোহাম্মদ রাজী হাসান। তিনি বলেন, বাকি অর্থ ফেরত আনতে চলতি মাসের শেষ দিকে ফিলিপিন্স যাবে বাংলাদেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। রবিবার বিকেলে কেন্দ্রীয় ব্যাংক আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা, বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের মহাব্যবস্থাপক দেবপ্রসাদ দেবনাথ ও যুগ্ম পরিচালক মোহাম্মদ আবদুর রব। আবু হেনা মোহাম্মদ রাজী হাসান বলেন, চুরি যাওয়া রিজার্ভের কিছু অংশ ডলারে এবং কিছু অংশ ফিলিপিন্সের মুদ্রা পেসোতে উদ্ধার করা হয়েছে। যার মূল্য ১ কোটি ৫২ লাখ ৫০ হাজার ডলার। এই অর্থ পরবর্তী কর্মদিবসে ফেডারেল রিজার্ভ ব্যাংকের বাংলাদেশ ব্যাংক হিসাবে জমা হবে।
×