ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

২২ বিএনপি নেতার বিরুদ্ধে ওয়ারেন্ট

প্রকাশিত: ০৭:৪৫, ১৪ নভেম্বর ২০১৬

২২ বিএনপি নেতার বিরুদ্ধে ওয়ারেন্ট

কোর্ট রিপোর্টার ॥ বিশেষ ক্ষমতা আইনে পল্টন থানায় করা মামলায় বিএনপি নেতা বরকতউল্লাহ বুলুসহ ২২ নেতা-কর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। রবিবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা মামলার অভিযোগপত্র আমলে নিয়ে এ আদেশ দেন। আদালত এ সংক্রান্ত প্রতিবেদন আগামী ২৭ জানুয়ারি দাখিলের দিন ধার্য করে দিয়েছে। আদালতের সরকারী কৌঁসুলি তাপস কুমার পাল বলেছেন, গত বছরের ফেব্রুয়ারিতে বিশেষ ক্ষমতার এই মামলার অভিযোগপত্র আমলে নিয়েছে আদালত। এরপর পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এদিকে, নাশকতার তিন মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে ৮ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। রবিবার ঢাকার মহানগর হাকিম নূর নবী ও অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম কায়সারুল ইসলামের আদালতে নাশকতার তিন মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য দিন নির্ধারিত ছিল।
×