ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রাষ্ট্রধর্ম ইসলাম পরিবর্তনের কোন চিন্তা নেই ॥ কাদের

প্রকাশিত: ০৭:৪৪, ১৪ নভেম্বর ২০১৬

রাষ্ট্রধর্ম ইসলাম পরিবর্তনের কোন চিন্তা নেই ॥ কাদের

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাষ্ট্রধর্ম ইসলাম পরিবর্তনের কোন চিন্তাভাবনা সরকারের বা দলের নেই। রবিবার রাতে ধানম-ির আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। গত শনিবার জাতীয় প্রেসক্লাবে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আবদুর রাজ্জাকের বক্তব্যের এক প্রতিক্রিয়ার ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, হঠাৎ করে কেন এ প্রশ্ন এলো, এটা তো জানি না। সম্ভবত এটা তার (আবদুর রাজ্জাক) ব্যক্তিগত মতও হতে পারে। সংবিধান সংশোধন হয়েছে, সংবিধান সংশোধন কমিটিতে দীর্ঘদিন আলাপ-আলোচনা করে জাতীয় সংসদে বিষয়টি মীমাংসিত। এটা নিয়ে কোন প্রশ্ন নেই। আমাদের সরকার বা দলের সংবিধান সংশোধন করে রাষ্ট্রধর্ম ইসলাম পরিবর্তনের কোন চিন্তাভাবনা নেই। বিএনপির সমাবেশ নিয়ে প্রশ্ন করতে চাইলে ওবায়দুল কাদের কোন উত্তর না দিয়ে বলেন, আর কোন প্রশ্ন নয়। তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, আমিও এক সময় সাংবাদিক ছিলাম। আমি আপনাদের অনুরোধ করব। আপনারা প্রাসঙ্গিক থাকবেন। সেদিন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হতে হবে। সেটার জবাব দিতে গিয়ে আমাদের দল থেকে মাহবুব উল আলম হানিফ সংবাদ সম্মেলন করলেন। অথচ আপনারা পরে ওই বক্তব্য নেননি। আপনাদের অনুরোধ, আমরা যেটা নিয়ে সংবাদ সম্মেলন করব, সেটা নিয়েই থাকবেন।
×