ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ঢাবিতে ‘আমি মালাউন বলছি’ নাটকের মঞ্চায়ন

প্রকাশিত: ০৬:২৯, ১৪ নভেম্বর ২০১৬

ঢাবিতে ‘আমি মালাউন বলছি’ নাটকের মঞ্চায়ন

স্টাফ রিপোর্টার ॥ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু ধর্মাবলম্বী নর-নারী শিশু-বৃদ্ধসহ আবহমানকাল ধরে বসবাসরত মানুষের ওপরে সাম্প্রদায়িক আক্রমণ, লুট ও তা-বের বিরুদ্ধে দেশবাসীর মতো সংক্ষুব্ধ ও প্রতিবাদী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। সম্প্রতি ঢাবির অপরাজেয় বাংলার পাদদেশে ‘আমি মালাউন বলছি’ শীর্ষক প্রতিবাদী পারফরম্যান্সের আয়োজন করে ঢাবিশ্ব থিয়েটার এ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক, কর্মচারীসহ বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে এ পারফরম্যান্স অনুষ্ঠিত হয়। ‘আমি মালাউন বলছি’ নাটকের নাট্যকার, নির্দেশক ঢাবির থিয়েটার এ্যান্ড পারফম্যান্স স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক, শাহমান মৈশান। নাটকের বক্তব্যে উঠে এসেছে হিন্দু ধর্মাবলম্বীদের পবিত্র মন্দিরে বাসস্থানে তুলসীতলায় পূজার ঘটে ভাতের থালায় সর্বোপরি মনুষ্যত্বের মর্মস্থলে বেদরদি মোনাফেকি বেইমানি বর্বর সাম্প্রদায়িক তা-বের কথা। ‘আমি মালাউন বলছি’ মূলত পারফরম্যান্স নির্মাণের একটি মহড়া। যে মহড়া, সুনির্দিষ্ট লক্ষ্যে বিপ্লবের মহড়ার দিকে ইঙ্গিত করতে চায়। এই পারফরম্যান্স পূর্বনির্দিষ্ট সুসম্পন্ন কোন পারফরম্যান্স নয়। নাসিরনগরের সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলা ও তাদের সম্পত্তি লুটের ঘটনা, রাষ্ট্র ও সমাজের যে অন্তর্গত অনৈতিক ত্রুটিপূর্ণ ও দুর্বল বিন্যাসকে সামনে নিয়ে আসে এবং আমাদের যুগপৎ দীর্ঘ ও আশু কর্তব্যের মুখোমুখি করে, এর সমান্তরালে এই পারফরম্যান্স একটি মহড়া আকারে উপস্থাপিত হয়েছে। এ প্রসঙ্গে নাট্যকার ও নির্দেশক শাহমান মৈশান বলেন, সংখ্যাগরিষ্ঠ মুসলিম অধ্যুষিত বাংলাদেশ কেবল মুসলমানের দেশ নয়, এই দেশ হিন্দু, খ্রীস্টান, বৌদ্ধ, উপজাতি ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সবার। শিল্প ও জ্ঞান যদি হয় অপরের প্রতি সহিষ্ণুতা দেখানোর সংবেদনা প্রকাশ ও শ্রদ্ধা করতে শেখাবার মার্গ, তবে নাসিরনগরে হিন্দু ধর্মাবলম্বীদের ওপর এই ঘৃণ্য হামলা ও লুটের ঘটনায় আমাদের নিশ্চুপ নিস্তব্ধ ও একাডেমির গুহাবাসী হয়ে থাকাটা জ্ঞানের অসারতা ও জীবন-বিচ্ছিন্নতার সত্যকেই তুলে ধরবে। তাই আমরা, জ্ঞান ও নাট্যশিল্পকে জনগণের নিত্যদিনের জীবনের সংগ্রাম ও সঙ্কটের সঙ্গে সম্পৃক্ত করতে সকলের মানবিক বোধনে সাড়া তোলার লক্ষ্যে সৃজন করেছি একটি হ্যাপেনিংস, একটি পারফরম্যান্স ‘আমি মালাউন বলছি।’
×