ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হুমায়ূন আহমেদের জন্মদিন পালিত

প্রকাশিত: ০৬:২৯, ১৪ নভেম্বর ২০১৬

হুমায়ূন আহমেদের জন্মদিন পালিত

নেত্রকোনা ॥ জননন্দিত কথাসাহিত্যিক প্রয়াত হুমায়ূন আহমেদের ৬৮তম জন্মদিন উপলক্ষে রবিবার তাঁর পিতৃভূমি নেত্রকোনার কেন্দুয়ায় বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচীর আয়োজন করা হয়। উপজেলার কুতুবপুর গ্রামের শহীদ স্মৃতি বিদ্যাপীঠের প্রধান শিক্ষক আসাদুজ্জামান জানান, হুমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষে বিদ্যালয়ের পক্ষ থেকে সকাল ৮টায় কোরান খানি, ১০টায় র‌্যালি, বেলা ১১টায় প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, দুপুর ১২টায় কেক কাটা, বেলা ১টায় চিত্রাংকন প্রতিযোগিতা, ২টায় সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বিকেল ৫টায় আলোচনা সভার আয়োজন করা হয়েছে। হুমায়ূন আহমেদ ১৯৯৬ সালে তাঁর গ্রামের বাড়িতে এ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। অপরদিকে কেন্দুয়া সদরের হুমায়ূন আহমেদ স্মৃতি সংসদের সভাপতি মজিবুর রহমান ও চর্চা সাহিত্য আড্ডার সমন্বয়কারী রহমান জীবন জানান, প্রতি বছরের মতো এবারও সংগঠন দুটির যৌথ উদ্যোগে বিশেষ আয়োজন করা হয়। জামালপুর ॥ জামালপুর হুমায়ূন উৎসব উদ্যাপন পরিষদের আয়োজনে রবিবার সকালে সরকারী আশেক মাহমুদ কলেজ ক্যাম্পাস থেকে একটি বর্ণাঢ্য আনন্দ পথযাত্রা বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের বকুলতলা গিয়ে শেষ হয়। এর আগে র‌্যালিপূর্ব সমাবেশে বক্তব্য রাখেন হুমায়ূন উৎসব উদ্যাপন পরিষদের আহ্বায়ক মোহতাসিম হাদী রাফী, হিশাম আল মাহান্নাভ, তারিকুল ফেরদৌস, ফজলে রাব্বানী সৌরভ, সাবরিনা তাবাসসুম ভাষা প্রমুখ। দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে হিশাম আল মহান্নাভের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি জামালপুর সরকারী আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ মুজাহিদ বিল্লাহ ফারুকী, বিশেষ অতিথি সহযোগী অধ্যাপক আব্দুল হাই আল হাদী, সাংবাদিক শফিক জামান, সহকারী অধ্যাপক স্বরূপ কাহালী, শাহিনা ফেরদৌস প্রমুখ বক্তব্য রাখেন। প্রবন্ধ উপস্থাপনা করেন জামালপুর সরকারী জাহেদা সফির মহিলা কলেজের সহকারী অধ্যাপক মাহফুজুল বারী। মোহনগঞ্জ ॥ উপজেলা প্রশাসন, মোহনগঞ্জ সাধারণ পাঠাগারসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও শিক্ষাপ্রতিষ্ঠান দিনব্যাপী নানান কর্মসূচীর আয়োজন করে। কর্মসূচীর মধ্যে ছিল বর্ণাঢ্য র‌্যালি, হুমায়ূনের জন্মগৃহ পরিদর্শন, প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, পিঠামুখ, লেখকের রচনা থেকে পাঠ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বেলা ১১টায় শহীদ আলী উছমান শিশুপার্ক থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে পৌর শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে মোহনগঞ্জ পৌর শহরের দৌলতপুর হুমায়ূন আহমেদের জন্মস্থান নানার বাড়িতে (শেখবাড়ি) এসে শেষ হয়। র‌্যালি শেষে ভাটি বাংলার ঐতিহ্যবাহী পিঠা, নাড়–, বাতাসা খাইয়ে জন্মদিন কর্মসূচীর উদ্বোধন করেন ইউএনও মোহাম্মদ মোজাম্মেল হক। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হুমায়ূন আহমেদের ছোট মামা সাবেক পৌর চেয়ারম্যান মাহাবুবুন্নবী শেখ, উপজেলা মৎস্য কর্মকর্তা দিলীপ কুমার সাহা, কবি ও লেখক রইস মনরম, নেত্রকোনা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সাংবাদিক আলপনা বেগম, মোহনগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এসএম সারোয়ার খোকন, সাংবাদিক শফিকুল ইসলাম, মোহনগঞ্জ সাধারণ পাঠাগারের সাধারণ সম্পাদক সৈয়দ ইউসুফ আলী, সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান আলম বিপ্লব প্রমুখ।
×