ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘পাপেট’

প্রকাশিত: ০৬:২৮, ১৪ নভেম্বর ২০১৬

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘পাপেট’

সংস্কৃতি ডেস্ক ॥ কলকাতায় শুক্রবার শুরু হয়েছে ২২তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের উৎসবে বাংলাদেশের চারটি চলচ্চিত্র দেখানো হবে। এর মধ্যে রয়েছে একটি পূর্ণদৈর্ঘ্য, দুটি স্বল্পদৈর্ঘ্য ও একটি প্রামাণ্যচিত্র। উৎসবে ১৩ নবেম্বর কলকাতার বিখ্যাত নন্দন-৩ থিয়েটার হলে রাজিব হাসানের ‘পাপেট চলচ্চিত্রটির প্রিমিয়ার শো হয়। উৎসব পরিচালক যাদব মন্ডলের আমন্ত্রণে পাপেট নির্মাতা রাজীব আহসান এতে যোগ দেন। চলচ্চিত্রটির ব্যাপ্তি ১৫ মিনিট। প্রখ্যাত নোবেল জয়ী ব্রিটিশ নাট্যকার হ্যারল্ড পিন্টারের ডাম্প ওয়েটর দ্বারা অনুপ্রাণিত হয়ে নির্মিত হয় ‘পাপেট’ চলচ্চিত্রটি। চলচ্চিত্রের প্রধান দুটি চরিত্রে অভিনয় করেন রতন দেব ও দুখু সুমন। চলচ্চিত্রের চিত্রগ্রহণ করেছেন নিয়াজ মাহবুব ও রিপন চৌধুরী, শব্দ পরিকল্পনা করেছেন সুজন মাহমুদ, সম্পাদনা করেছেন সামীর আহমেদ, প্রযোজনা করেছেন শহীদ উল্লাহ ভূঁইয়া ও বিকাশ আহম্মেদ। চলচ্চিত্রটির বিশ্ব পরিবেশনার দায়িত্বে রয়েছে ইন্ডিমাইন্ডস। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন ও চলচ্চিত্র অধ্যায়ন বিভাগের ছাত্র তরুণ নির্মাতা রাজীব আহসান এই চলচ্চিত্রে ক্ষমতার দাসত্বে শৃঙ্খলিত মানুষের জীবন বয়ান করেছেন। এদিকে উৎসবে আগামী ১৬ নবেম্বর বিকেল সোয়া চারটায় শিশির মঞ্চে দেখানো হবে সাইফুল ওয়াদুদ হেলালের প্রামাণ্যচিত্র ‘ঝলমলাইয়া’, ১৭ নবেম্বর সন্ধ্যা সাড়ে সাতটায় রবীন্দ্র সদনে সিনেমা ইন্টারন্যাশনাল বিভাগে দেখানো হবে তৌকীর আহমেদের ‘অজ্ঞাতনামা’, সমাপনী দিন ১৮ নবেম্বর দুপুর সোয়া দুইটায় নন্দন-৩ প্রেক্ষাগৃহে দেখানো হবে খন্দকার সুমনের ‘পৌনঃপুনিক’। প্রসঙ্গত গত ১১ নবেম্বর নেতাজি ইনডোর স্টেডিয়ামে ২২তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করেন বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন।উদ্বোধনী অনুষ্ঠানে বাংলায় বক্তৃতা দিয়ে ওপার বাংলার দর্শকদের চমকে দেন বলিউড বাদশা শাহরুখ খান। এ সময় ভক্ত ও আমন্ত্রিত অতিথিরা তাঁর বাংলা প্রীতিতে মুগ্ধ হোন। জয়া বচ্চনের পরামর্শেই বাংলা বলার প্রস্তুতি নিয়ে রেখেছিলেন ৫১ বছর বয়সী এই অভিনেতা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আমন্ত্রণে ওই অনুষ্ঠানে অংশ নেন জয়া বচ্চন, সঞ্জয় দত্ত, কাজল ও পরিণীতি চোপড়া। আগামী ১৮ নবেম্বর পর্যন্ত চলা এ উৎসবে ৬৫ দেশের ১৫৬টি চলচ্চিত্র প্রদর্শিত হবে বলে জানা গেছে।
×