ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ব্লাড দ্য রিলেশন’

প্রকাশিত: ০৬:২৮, ১৪ নভেম্বর ২০১৬

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ব্লাড দ্য রিলেশন’

স্টাফ রিপোর্টার ॥ ‘রক্তদিন জীবন বাঁচান’ স্লোগানে স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করতে নির্মিত হয়েছে বিশেষ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ব্লাড দ্য রিলেশন’। চলচ্চিত্রটি নির্মাণ করেন তরুণ নির্মাতা সুপিন বর্মণ। পরিচালক সূত্রে জানা যায়, একটি সত্য ঘটনা অবলম্বনে চলচ্চিত্রটি নির্মাণ করেছেন তিনি। জীবননির্ভর এ গল্পের প্রধান চরিত্রে অভিনয় করেছেন বিধান রায়, লায়লা, দুলাল দেব, সঞ্চিতা, রেনুকা প্রমুখ। চলচ্চিত্রের গল্পে দেখা যাবে সজীব ও শিমু দুজন দুজনের ঘনিষ্ঠ বন্ধু। একটি দুর্ঘটনায় শিমু গুরুতর আহত হয়। অনেক রক্তের প্রয়োজন হয়। সে সময় সজীবের ফোন বন্ধ থাকায় শিমুর দুর্ঘটনার কথা সে জানতে পারে না। সময়মতো প্রয়োজনীয় রক্ত না পাওয়ায় শিমু মারা যায়। সজীব পরে জানতে পারে প্রয়োজনীয় রক্তের অভাবে শিমু মারা গেছে। সে আরও জানতে পারে রক্তের জন্য তার সঙ্গে যোগাযোগও করা হয়েছিল কিন্তু ফোন বন্ধ থাকায় তাকে পাওয়া যায়নি। সজীব এতে প্রচ- ভেঙ্গে পড়ে। শিমুকে রক্ত দিতে না পারায় নিজেকে অপরাধী মনে হয় তার। এই অপরাধবোধ সজীবকে ধীরে ধীরে কুড়ে খায় এবং এক সময় সে মানসিকভাবে বিকারগ্রস্ত হয়। অকারণে ছুটে চলে রাস্তাঘাটে। দেয়ালে, নিজের রুমে, ছাদে লিখে রাখে ‘রক্তদিন জীবন বাঁচান।’ মাঝে মাঝে সে ছুটে চলে দিগন্ত জোড়া মাঠে, নদীতে, নিজের ক্যাম্পাসে, সেখানে সে খুঁজে ফেরে শিমুর স্মৃতিকে। বন্ধুর স্মৃতি হাতরিয়ে কেটে চলে সজীবের জীবন। এভাবেই এগিয়ে যায় চলচ্চিত্রের কাহিনী। নির্মাতা সুপিন বর্মণ বলেন চলচ্চিত্রটি স্বেচ্ছায় রক্তদানে সাধারণ মানুষকে উৎসাহিত করতে ভূমিকা রাখবে। মানবসেবায় সামাজিক সচেতনতা বাড়াতে সহযোগিতা করবে। চলচ্চিত্রটি একটি ইউটিউব চ্যানেলের জন্য নির্মাণ করা হয়। আগামী মাস থেকে চলচ্চিত্রটি দেখা যাবে। প্রসঙ্গত, যে আগামী ২৫-৩০ নবেম্বর ঢাকায় অনুষ্ঠিতব্য ঢেঁকি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এই পরিচালকের ‘পোস্টমাস্টার’ চলচ্চিত্রটি প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে বলে জানা গেছেৃও।
×