ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আর্জেন্টাইন ফুটবলারদের প্রয়োজন মানসিক পরিবর্তন!

প্রকাশিত: ০৬:২৪, ১৪ নভেম্বর ২০১৬

আর্জেন্টাইন ফুটবলারদের প্রয়োজন মানসিক পরিবর্তন!

স্পোর্টস রিপোর্টার ॥ বাজে সময় যাচ্ছে আর্জেন্টিনার। সর্বশেষ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ব্রাজিলের কাছে ৩-০ গোলে বিধ্বস্ত হয়েছে মেসি-হিগুয়েইনরা। চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে এমন পরাজয়ের পর রাশিয়া বিশ্বকাপের টিকেট নিশ্চিত নিয়েই এখন সংশয়ের মধ্যে পড়ে গেছে ডিয়েগো ম্যারাডোনার উত্তরসূরিরা। ক্ষুদ্ধ-হতাশায় ভুগছেন সমর্থকরাও। তবে ধৈর্য না হারিয়ে বরং আর্জেন্টাইনদের মানসিকতার পরিবর্তনের কথা বললেন দলের সেরা তারকা লিওনেল মেসি। তার মতে, ‘আমাদের মানসিকতার পরিবর্তন করতে হবে। কারণ আমাদের দলে অসাধারণ সব খেলোয়াড় রয়েছে। তাই সবার আগে মানসিকতার পরিবর্তন করাটাই খুব জরুরী।’ দুই বছর আগে ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে জার্মানির কাছে হেরেছিল আর্জেন্টিনা। এর আগে-পরে কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে হারটাও এখন তাদের জন্য অভিশাপ। এমন পরিস্থিতির মধ্যেই এখন বিশ্বকাপ বাছাইপর্বের বাধা পেরুনোটাই কঠিন হয়ে দাঁড়িয়েছে সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের। তারপরও ইতিবাচক মেসি। এ প্রসঙ্গে বার্সিলোনার আর্জেন্টাইন স্ট্রাইকার বলেন, ‘যখন একজনের মাথা কাজ না করে তখন তার পা’কে কাজে লাগাতে হবে। তাও যদি না হয় তাহলে এই পরিস্থিতিকে পরিবর্তন করার জন্য আমাদের ইতিবাচক চিন্তা করতে হবে।’ কেভিতোভাকে হারিয়ে গার্সিয়ার চমক প্রায় ৪ ঘণ্টার মহাকাব্যিক ম্যাচ জিতলেন পিসকোভা স্পোর্টস রিপোর্টার ॥ দুইবারের উইম্বলডন চ্যাম্পিয়ন পেত্রা কেভিতোভা। কিন্তু শনিবার ফেড কাপের সেমিফাইনালের প্রথমদিনের শুরুটা মোটেই ভাল হয়নি তার। ক্যারোলিন গার্সিয়ার কাছে এদিন ৭-৬ (৮/৬) এবং ৬-৩ সেটে হার মানেন তিনি। আর তাতেই চেকপ্রজাতন্ত্রের বিপক্ষে ১-১ ব্যবধানে সমতায় ফিরে ফ্রান্স। কেননা এর আগে ক্যারোলিনা পিসকোভা ৬-৩, ৪-৬ এবং ১৬-১৪ সেটে মহাকাব্যিক ম্যাচে হারান ক্রিস্টিনা মাদেনোভিচকে। প্রতিপক্ষকে হারাতে এদিন পিসকোভা সময় নেন ১২ মিনিট কম চার ঘণ্টা। টেনিস কোর্টে দারুণ সময় কাটাচ্ছেন ক্যারোলিনা পিসকোভা। দুর্দান্ত খেলে ইউএস ওপেনের ফাইনালেও জায়গা করে নিয়েছিলেন চেকপ্রজাতন্ত্রের এই টেনিস তারকা। কিন্তু দুর্ভাগ্য তার। ফাইনালে জার্মান তারকা এ্যাঞ্জেলিক কারবারের কাছে হেরে যান তিনি। তবে দমে যাননি পিসকোভা। ফেড কাপে দুর্দান্ত পারফর্মেন্স উপহার দিলেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের ছয় নাম্বারে থাকা এই খেলোয়াড়। ক্রিস্টিনা মাদেনোভিচ বর্তমানে টেনিস র‌্যাঙ্কিংয়ের ৪২ নাম্বারে অবস্থান করছেন। কিন্তু তাদের দু’জনের বেশ ভাল সম্পর্ক। কেননা দীর্ঘ একদশক ধরেই যে একে অন্যের সঙ্গে জুটি বেঁধে খেলছেন তারা। তবে টুর্নামেন্টের ইতিহাসে তৃতীয় সেটটি ছিল এদিন সবচেয়ে দীর্ঘ সময়ের। সমর্থকদের এমন পারফর্মেন্স উপহার দিতে পেরে রোমাঞ্চিত পিসকোভা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এযাবতকালের ইতিহাসে আমার সবচেয়ে দীর্ঘ ম্যাচ এটা। কিন্তু এখন পর্যন্ত আমি খুব সতেজ। কোর্টে সে খুব ভাল সার্ভ করছিল। তাই আমার ভাল সুযোগের অপেক্ষা ছাড়া করার কিছুই ছিল না।’ সম্প্রতি দেশের টেনিস ফেডারেশনের কড়া সমালোচনা করেছিলেন মাদেনোভিচ। যে কারণে তাকে নিষিদ্ধ করা হয়। ফরাসী তারকা মাদেনোভিচ তার সুদীর্ঘ ক্যারিয়ারে অনেক ম্যাচ খেলে থাকলেও এর সঙ্গে কোনটারই তুলনা করতে চান না তিনি। এ প্রসঙ্গে মাদেনোভিচ বলেন, ‘আমি অনেক দীর্ঘ সময়ের ম্যাচ খেলেছি। কিন্তু এর সঙ্গে তার কোনটিরই তুলনা চলে না। পুরুষ টেনিসে যেমন চার-পাঁচটি সেট করে ম্যাচ খেলা হয় ঠিক তেমনি এই ম্যাচেও আমরা তা করেছি। মানসিকভাবে এবং শারীরিকভাবে যা খুবই কঠিন কাজ।’ বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের ১১ নম্বরে অবস্থান করছেন পেত্রা কেভিতোভা। কিন্তু তাকে হারিয়ে চমকে দিয়েছেন র‌্যাঙ্কিংয়ের ২৩ নাম্বারে থাকা ক্যারোলিন গার্সিয়া। ফেবারিট হিসেবে কেভিতোভা কোর্টে নামলেও জয় ছিনিয়ে নিলেন গার্সিয়া। এককে গার্সিয়ার এটা চতুর্থ জয়। ১৯৯৭ সালে প্রথমবারের মতো ফেড কাপের শিরোপা জিতেছিল ফ্রান্স।
×