ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এবার ফুটবলার হওয়ার প্রত্যাশা উসাইন বোল্টের!

প্রকাশিত: ০৬:২৩, ১৪ নভেম্বর ২০১৬

এবার ফুটবলার হওয়ার প্রত্যাশা উসাইন বোল্টের!

স্পোর্টস রিপোর্টার ॥ ক্যারিয়ারের শুরুতে ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখতেন উসাইন বোল্ট। কিন্তু তার দৌড়ানোর সক্ষমতা দেখে স্প্রিন্টার হওয়ার পরামর্শ দেন স্থানীয় কোচ। এর পরের গল্পটা তো সবারই জানা। একের পর এক ইতিহাস গড়ে ছাড়িয়ে গেছেন শুধুই নিজেকে। বেজিং, লন্ডনের পর সর্বশেষ রিও অলিম্পিকেও জ্যামাইকান স্প্রিন্টার ছিলেন আপন মহিমায় ভাস্মর! তবে আগামী বছরই অবসর নিতে যাচ্ছেন ইতিহাসের এই দ্রুততম মানব। এ্যাথলেটকে বিদায় বলার পর কী করবেন বিস্ময় জাগানিয়া বোল্ট? এই প্রশ্নের উত্তর অবশ্য অনেকটাই সহজ করে দিয়েছে জ্যামাইকান কিংবদন্তির ফুটবল-প্রীতি। স্প্রিন্টার থেকে অবসরের পর ফুটবলার হওয়ার ইচ্ছে আছে ‘ট্রিপল ট্রিপল’ জয়ী জ্যামাইকান তারকার। এবার তো জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে অনুশীলনের পরিকল্পনাও শুরু করে দিয়েছেন বোল্ট। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান তাদের এক প্রতিবেদনে জানায়, বোল্ট ডর্টমুন্ড কোচ থমাস টাচেলের সঙ্গে ইতোমধ্যেই যোগাযোগ করেছেন। ৩০ বছর বয়সী বোল্ট জানান, ‘আমরা তাদের সঙ্গে কথা বলেছি। খুব গুরুত্ব নিয়েই তাদের সঙ্গে কথা বলেছি। আমার মতে, অনুশীলন করে দেখা উচিত। তা দেখে যদি তারা মনে করে যে সব ঠিক আছে তাহলে তো ভালই। আর অন্যথায় বলবে না, এখানে তুমি ভাল করবে না, তাহলে সেটাই। তবে আমি মনে করি খুব খারাপ করব না। কারণ আমি ফিট, আমি দ্রুত গতিতে দৌড়াতে পারি। বল নিয়ন্ত্রণ করতে পারি এবং খেলার সবকিছুই বুঝতে পারি।’ তবে বোল্ট কিন্তু সবসময়ই ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডের বড় সমর্থক। তাই অবসরের পর যদি রেড ডেভিলদের সঙ্গে খেলার সযোগ পান তাহলে তো স্বপ্ন সত্যি হওয়ার মতোই ব্যাপার হবে বলে মনে করেন বোল্ট। এ প্রসঙ্গে জ্যামাইকান স্প্রিন্টার তার অভিমত প্রকাশ করতে গিয়ে বলেন, ‘আমি যদি ম্যানইউতে খেলার সুযোগ পাই, তবে এটি হবে স্বপ্ন সত্যি হওয়ার মতো ঘটনা।’ এখন পর্যন্ত তিনটি অলিম্পিক আসরে অংশগ্রহণ করেছেন উসাইন বোল্ট। যেখানে তিনটি ইভেন্টে খেলা প্রতিটিতেই স্বর্ণপদক জয়ের অবিস্মরণীয় কীর্তি গড়েছেন তিনি। ইতিহাসের প্রথম এ্যাথলেট হিসেবে বিরল এই কীর্তি গড়া বোল্টের প্রিয় ইভেন্ট ১০০ মিটার। এছাড়া ২০০ ও ৪০০ মিটার রিলেতেও স্বর্ণ জয়ের স্বাদ পেয়েছেন তিনি। তবে রিও অলিম্পিকের পরই বোল্ট জানিয়েছেন বিশ্বের সবচেয়ে বড় এই আসরে আর অংশ নেবেন না তিনি। এর ফলে ১০০ ও ২০০ মিটারে বিশ্বরেকর্ডধারী এই গতির দানবের লন্ডনে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বচ্যাম্পিয়নশিপই হবে শেষ কোন বড় টুর্নামেন্ট। তার গতির ঝড় দেখতে গোটা বিশ্বের ভক্ত-অনুরাগীদের চোখও এখন সেদিকে। প্রথম বিভাগ হকি লীগ ব্যাচেলার্স-ফরাশগঞ্জের কষ্টার্জিত জয় স্পোর্টস রিপোর্টার ॥ ‘গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স প্রথম বিভাগ হকি লীগে’ ঘাম ঝরানো জয় কুড়িয়ে নিয়েছে ব্যাচেলার্স স্পোর্টিং ক্লাব এবং ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত রবিবারের প্রথম খেলায় ব্যাচেলার্স ২-১ গোলে হারায় বর্ণক সমাজকে। বিজয়ী দলের টিসকু এবং সাইদুর ১টি করে ফিল্ড গোল এবং বিজিত দলের মামুনুর রশিদ জনি ১টি পিসি গোল করেন। অপর ম্যাচে ফরাশগঞ্জ ৩-২ গোলে হারায় উত্তরা হকি ক্লাবকে। বিজয়ী দলের রাহাজ জোড়া গোল করেন পেনাল্টি কর্নার থেকে। বন্ধন অপর গোলটি করেন (ফিল্ড গোল)। বিজিত দলের আরাফাত হোসেন পিয়াল ১টি ফিল্ড গোল এবং মোঃ আলীফ ১টি পিসি গোল করেন। মার্সেল ফুটবল লীগ সুযোগ হাতছাড়া করল সাইফ স্পোর্টস রিপোর্টার ॥ ‘মার্সেল বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লীগ’ ফুটবলে রবিবার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মেঃ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত একমাত্র খেলায় সাইফ স্পোর্টিং ক্লাব লিমিটেড ১-১ গোলে ড্র করেছে চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে। গোল করেন সাইফের রহিমউদ্দিন এবং মোহামেডানের শাকিল। নিজেদের চতুর্থ ম্যাচে এটা সাইফের দ্বিতীয় ড্র। ৮ পয়েন্ট নিয়ে তারা আছে আগের দ্বিতীয় স্থানেই। পক্ষান্তরে সমান ম্যাচে এটা মোহামেডানের তৃতীয় ড্র। ৩ পয়েন্ট নিয়ে তারা আছে আগের মতোই সপ্তম স্থানে (আট দলের মধ্যে)। এই ম্যাচে জিতলে সাইফ পয়েন্ট টেবিলের শীর্ষে উঠতে পারতো। পেছনে ফেলতে পারতো ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবকে, যাদের পয়েন্ট ৪ ম্যাচে ১০। জিতলে সাইফেরও সমান পয়েন্ট হতো ঠিকই, তবে বেশি গোল করার সুবাদে তারাই অধিষ্ঠিত হতো শীর্ষস্থানে। কিন্তু রবিবারের ম্যাচে এগিয়ে গিয়েও ড্র করে সেই সুযোগ হাতছাড়া করে তারা। মহিলা জুডোয় সেরা চাঁপাইনবাবগঞ্জ স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় দুইদিনব্যাপী আন্তঃজেলা জুডো (মহিলা) প্রতিযোগিতা ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে শনিবার শেষ হয়েছে। এবারের আসরে ৬টি স্বর্ণ, ২টি রৌপ্য ও ৩টি ব্রোঞ্জপদক পেয়ে দলগত চ্যাম্পিয়ন হয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলা মহিলা ক্রীড়া সংস্থা। ২টি স্বর্ণ ও ১টি ব্রোঞ্জপদক পেয়ে রানার্স আপ হয় যশোর জেলা মহিলা ক্রীড়া সংস্থা। শিশুদের মধ্যে সেরা খেলোয়াড় নির্বাচিত হয় বান্দরবান জেলার হ্লাওয়াইপ্রুরু মার্মা (-৪৫ কেজি) এবং মহিলাদের মধ্যে সেরা খেলোয়াড় নির্বাচিত হয় চাঁপাইনবাবগঞ্জ জেলার সায়মা জামান (-৪০ কেজি)। প্রতিযোগিতায় ১৩টি জেলা হতে সর্বমোট ৯০ জন খেলোয়াড় শিশু (অনুর্ধ-১২ বছর) ও মহিলাদের সর্বমোট ১৩টি ওজন শ্রেণীতে অংশগ্রহণ করে। সমাপনী ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিত খেলোয়াড়দের মাঝে পুরস্কার প্রদান করেন নৌ-পরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শাজাহান খান এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সহসভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুনুর রশীদ। শোয়েব আখতারের দ্বারস্থ পাকিস্তান স্পোর্টস রিপোর্টার ॥ ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে (এনসিএ) তরুণ ফাস্ট বোলারদের উন্নতিকল্পে সাবেক স্পিডস্টার শোয়েব আখতারের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। একটি নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, পিসিবির কাছ থেকে পাওয়া প্রস্তাবে রাজি হয়েছেন শোয়েব এবং এখন উভয়পক্ষ চুক্তি চূড়ান্ত করতে আলাপ-আলোচনা চালিয়ে যাচ্ছে। সাবেক ব্যাটসম্যান মোহাম্মদ ইউসুফ ইতোমধ্যেই ব্যাটিং পরামর্শক হিসেবে যোগ দিয়েছেন এবং পিসিবি স্পিনারদের মনিটরিং করতে অফ স্পিনার তৌসিফ আহমেদ ও লেগ স্পিনার মুশতাক আহমেদকেও নিয়োগ দেয়ার কথা ভাবছে। এখনও ক্যারিয়ার শেষ না করা অভিজ্ঞ টেস্ট ব্যাটসম্যান ইউনুস খানের নামেও ইতোমধ্যেই নর্থ ওয়াজিরিস্তান এজেন্সির মিরানশাতে একটি ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ করা হয়েছে, যেটি তৈরি করেছে পাকিস্তান সেনাবাহিনী। পিসিবি ও পাকিস্তান সেনাবাহিনীর মধ্যকার ম্যাচ দিয়ে আনুষ্ঠানিকভাবে ওই স্টেডিয়ামের উদ্বোধন করা হবে। সম্প্রতি সাবেক পেস বোলিং-অলরাউন্ডার আজহার মেহমুদকে দেশটির জাতীয় দলের বোলিং কোচের দায়িত্ব দেয়া হয়। প্রধান নির্বাচক হিসেবে আছেন সাবেক তারকা অধিনায়ক ইনজামাম-উল হক। তার অধীনে ইংল্যান্ড সফর ও আমিরাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি সিরিজেই দারুণ সাফল্য আসে। পিসিবি এভাবেই সাবেক গ্রেটদের কাজে লাগাতে চাইছে।
×