ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাজকোট টেস্ট উত্তাপ ছড়ানো ড্র

প্রকাশিত: ০৬:২৩, ১৪ নভেম্বর ২০১৬

রাজকোট টেস্ট উত্তাপ ছড়ানো ড্র

স্পোর্টস রিপোর্টার ॥ হাফ ছেড়ে বাঁচল ভারত। রাজকোট টেস্টে হারতে হারতে ড্র করল ফেবারিট বিরাট কোহলির দল। অথচ ব্যাটসম্যানদের দাপটে দু’দলের একটি করে ইনিংস শেষ হতেই সাড়ে তিনদিন লেগে গিয়েছিল। মনে হচ্ছিল, নিষ্প্রাণ সমাপ্তি ঘটবে। কিন্তু রবিবার শেষদিনে ৩১০ রানের জয়ের লক্ষ্যে নামা ভারত ১৭২ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে বসে। ভাগ্যিস, প্রতিপক্ষ আরেকটু আগে ইনিংস ঘোষণার সাহস দেখায়নি। অতিথিরা বড় সুযোগটা হয়তো সেখানেই হারিয়েছে। ৩ উইকেটে ২৬০ রানে অধিনায়ক এ্যালিস্টার কুক যখন ইনিংস ডিক্লেয়ার করেন ম্যাচের নির্ধারিত আয়ু তখন মাত্র ৪৯ ওভার। আলো থাকায় খেলা হয়েছে ৫২.৩ ওভার পর্যন্ত, তাতেই ভারতের এমন মধুসূদনত্রাহী অবস্থা। প্রথম ইনিংসে সফরকারীদের ৫৩৭’র জবাবে কোহলিদের সংগ্রহ ছিল ৪৮৮ রান। দু’দলের ছয় ব্যাটসম্যান সেঞ্চুরি হাঁকিয়েছেন। তবে অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচসেরা হয়েছেন ইংলিশ তারকা মঈন আলি। বৃহস্পতিবার বিশাখাত্তমে শুরু পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্ট। জয় তো দূরের কথা দ্বিতীয় ইনিংসে ৫০ ওভার মোকাবেলায় ভারত মোটেই স্বস্তিতে ছিল না। রানের খাতা খোলার আগেই আউট গৌতম গাম্ভীর (০)। প্রথম ইনিংসের দুই সেঞ্চুরিয়ান মুরলি বিজয় (৩১) ও চেতেশ্বর পূজারা (১৮) মিলে সামাল দেয়ার চেষ্টা করেছেন। কিন্তু বিজয় আউট হলে ৬৮ রানে তৃতীয় উইকেট হারায় স্বাগতিকরা। সফরকারী স্পিনারদের ঘূর্ণিবিষের মুখে একাই রুখে দাঁড়ান কোহলি। ৪৯ রান নিয়ে অপরাজিত থেকে দলকে হার থেকে বাঁচিয়েছেন ভারত অধিনায়ক। ৩২ রান করে তাকে সঙ্গ দেন রবীন্দ্র জাদেজা। তিন স্পিনার আদিল রশিদ ৩, মঈন ও জাফর আনসারি নেন ১টি করে উইকেট। তার আগে বিনা উইকেটে ১১৪ রান নিয়ে দ্বিতীয় ইনিংসে দিনের খেলা শুরু করে ইংল্যান্ড। অভিষিক্ত হাসিব হামিদ ৬২ ও কুক ৪৬ রানে অপরাজিত ছিলেন। হামিদ ৮২ রানে আউট হলেও সেঞ্চুরি তুলে নেন কুক। বাংলাদেশ ব্যর্থতা কাটিয়ে দারুণভাবে ফর্মে ফিরলেন ইংল্যান্ড অধিনায়ক। বেন স্টোকস অপরাজিত থাকেন ২৯ রানে। স্পিনারদের জন্য কিছু নেই বলে রাজকোটের পিচের সমালোচনা করেছেন ভারতীয় ব্যাটসম্যান মুরলি বিজয়। টেস্টে কুকের এটি ৩০তম সেঞ্চুরি। ইংলিশ ক্রিকেটারদের মধ্যে রেকর্ড সর্বাধিক। ২৪৩ বলে ১৩ চারে সাজানো ১৩০ রানের এই ইনিংস তাকে ভারতের মাটিতে অনন্য এক রেকর্ডের মালিক বানিয়েছে। ৫ ট্রিপল ফিগারে ভারতে আসা ভিনদেশীদের মধ্যে সেঞ্চুরিতে তিনি ছাড়িয়ে গেছেন আর সবাইকে। এখানে তার ব্যাটিং গড় ৬৬.৮০। ৫ সেঞ্চুরির পাশাপাশি আছে ৩টি হাফ সেঞ্চুরি। কুক পেছনে ফেলেছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ক্লাইভ লয়েড, এভারটন উইকস ও দক্ষিণ আফ্রিকার হাশিম আমলাকে। ভারতের মাটিতে এই তিনজনের সেঞ্চুরিই ৪টি করে। ৩ সেঞ্চুরি আছে বেশ কয়েকজন ব্যাটসম্যানেরই। তারা হলেন ওয়েস্ট ইন্ডিজের গর্ডন গ্রিনিজ, স্যার গ্যারফিল্ড সোবার্স, ভিভ রিচার্ডস, নিউজিল্যান্ডের বার্ট সাটক্লিফ, পাকিস্তানের ইউনুস খান, জিম্বাবুয়ের এ্যান্ডি ফ্লাওয়ার, অস্ট্রেলিয়ার মাইকেল ক্লার্ক, নিল হার্ভে, ইংল্যান্ডের কেন বেরিংটন,এ্যান্ড্রু স্ট্রস ও দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস।
×