ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবল ॥ আবাহনী ২-১ বিজেএমসি

বিজেএমসিকে হারিয়ে শীর্ষেই ঢাকা আবাহনী

প্রকাশিত: ০৬:২৩, ১৪ নভেম্বর ২০১৬

বিজেএমসিকে হারিয়ে শীর্ষেই ঢাকা আবাহনী

স্পোর্টস রিপোর্টার ॥ ‘জেবি বাংলাদেশ প্রিমিয়ার লীগ’ ফুটবলে যতই দিন যাচ্ছে যতই প্রতিপক্ষ অন্য দলগুলোর চেয়ে একটু একটু করে ব্যবধান বাড়িয়ে চলেছে ঢাকা আবাহনী লিমিটেড। ময়মনসিংহের বীর মুক্তিযোদ্ধা রফিকউদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত রবিবারের একমাত্র খেলায় ১১ বারের লীগ শিরোপাধারী আবাহনী ঘাম ঝরানো জয় কুড়িয়ে নেয়। তারা ২-১ গোলে হারায় টিম বিজেএমসিকে। নিজেদের চতুর্দশ ম্যাচে এটা নবম জয় জর্জ কোটানের শিষ্যদের। ৩২ পয়েন্ট নিয়ে তারা এখনও পয়েন্ট টেবিলে ধরে রেখেছে নিজেদের শীর্ষ অবস্থান। পক্ষান্তরে সমান ম্যাচে এটা সরকারী দল বিজেএমসির ষষ্ঠ হার। ১৪ পয়েন্ট নিয়ে আগের অষ্টম স্থানেই রয়ে গেছে তারা। লীগের প্রথমপর্বের মোকাবেলাতেও বিজেএমসিকে হারিয়েছিল আবাহনী। চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ২ আগস্টের ওই ম্যাচের স্কোরলাইন ছিল ১-০। গোল করেছিলেন আবাহনীর ইংলিশ ফরোয়ার্ড লি টাক। রবিবারের ম্যাচে টাক অবশ্য গোল পাননি। তবে পেয়েছেন তার সঙ্গে যার দারুণ সমন্বয় ও বোঝাপড়া আছে সেই নাইজিরিয়ান ফরোয়ার্ড সানডে চিজোবা। অপর গোলটি করেছেন আরেক ফরোয়ার্ড ওয়াহেদ আহমেদ। পক্ষান্তরে বিজেএমসির একমাত্র গোলদাতা নাইজিরিয়ান ফরোয়ার্ড স্যামসন ইলিয়াসু। শেখ জামাল ধানম-ির সঙ্গে ৩-৩ গোলে ড্র করার পর এটা আবাহনীর টানা পঞ্চম জয়। আর বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে ৩-২ গোলে হারানোর পর এটা বিজেএমসির টানা দ্বিতীয় হার। বিজেএমসি এই ম্যাচে হেরে আফসোস করতেই পারে। কারণ পিছিয়ে পড়ার তিন মিনিটের মধ্যেই তারা খেলায় সমতা নিয়ে এসেছিল। যখনই মনে হচ্ছিল ম্যাচে ড্র করে তারা এক পয়েন্ট ছিনিয়ে নেবে আবাহনীর কাছ থেকে, তখনই খেলা শেষ হওয়ার মাত্র সাত মিনিট আগে আরেকটি গোল খেয়ে আবারও পিছিয়ে পড়ে। আপ্রাণ চেষ্টা করেও সেই গোল তারা আর শোধ করতে পারেনি। চলমান লীগে আবাহনী এখন পর্যন্ত একমাত্র দল, যারা এখনও কোন ম্যাচে হারেনি। তাছাড়া রবিবারের ম্যাচে দুই গোল দিয়ে তারা চলতি লীগে অন্য দলগুলোর চেয়ে বেশি গোল করে এগিয়েও গেল। তাদের বর্তমান গোল ২৮টি। পেছনে ফেললো ২৬ গোল করা শেখ জামাল ধানম-ি ক্লাব লিমিটেড এবং ব্রাদার্স ইউনিয়ন ক্লাবকে। ম্যাচের ৫৬ মিনিটে আগে গোল করে এগিয়ে যায় আবাহনী। গোল করেন সানডে (১-০)। লীগে এটা সানডের ব্যক্তিগত পঞ্চদশ গোল যা চলতি লীগে ব্যক্তিগত সর্বাধিক। ৬৬ মিনিটে স্যামসন গোল করে সমতায় ফেরান বিজেএমসিকে (১-১)। লীগে এটা তার ব্যক্তিগত নবম গোল। সর্বোচ্চ গোলদাতার তালিকায় তিনি আপাতত আছেন শেখ জামাল ধানম-ি ছেড়ে চলে যাওয়া হাইতিয়ান ফরোয়ার্ড ওয়েডসন এ্যানসেলমের সঙ্গে যুগ্মভাবে তিন নম্বরে। ১৩ গোল করে দ্বিতীয় স্থানে ব্রাদার্সের নাইজিরিয়ান ফরোয়ার্ড এনকোচা কিংসলে। ৮৩ মিনিটে ওয়াহেদ আহমেদ গোল করে আবারও এগিয়ে নেন আবাহনীকে (২-১)। শেষ পর্যন্ত ওই স্কোরেই খেলা শেষ হলে পূর্ণ তিন পয়েন্ট প্রাপ্তির আনন্দ নিয়ে মাঠ ছাড়ে আকাশী-হলুদরা।
×