ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ত্রিদেশীয় ওয়ানডে, উইন্ডিজ দলে নেই ডোয়াইন ব্র্যাভো

জিম্বাবুইয়ে-শ্রীলঙ্কা মুখোমুখি আজ

প্রকাশিত: ০৬:২২, ১৪ নভেম্বর ২০১৬

জিম্বাবুইয়ে-শ্রীলঙ্কা মুখোমুখি আজ

স্পোর্টস রিপোর্টার ॥ হারারেতে স্বাগতিক জিম্বাবুইয়ে ও শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে আজ শুরু হচ্ছে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। অপর দল ওয়েস্ট ইন্ডিজ। পঞ্চাশ ওভারের এ লড়াইয়ের আগে ঘরের মটিতে লঙ্কানদের কাছে দুই টেস্টের সিরিজে ‘হোয়াইটওয়াশ’ হয় জিম্বাবুইয়ে। স্বভূমে অস্ট্রেলিয়ার সঙ্গে ভাল একটি সিরিজ শেষ করে এসেছে তারা। যদিও ইনজুরির জন্য নিয়মিত অধিনায়ক এ্যাঞ্জেলো ম্যাথুজকে পাচ্ছে না শ্রীলঙ্কা। টেস্টে নেতৃত্ব দিয়েছিলেন অভিজ্ঞ স্পিনার রঙ্গনা হেরাথ। আর ত্রিদেশীয় ওয়ানডেতে বাহুবন্ধনী থাকছে ব্যাটসম্যান উপুল থারাঙ্গার হাতে। ডেপুটি প্রতিভাবান কুশল পেরেরা। ব্যাপক পরিবর্তন এনে শেষ মুহূর্তে দল ঘোষণা করেছে জিম্বাবুইয়ে। অধিনায়ক যথারীতি গ্রেয়ামে ক্রেমার। কোচ হিসেবে আছেন সাবেক অধিনায়ক হিথ স্ট্রিক। অন্যদিকে বোর্ডের সমালোচনা করে বাদ পড়েছেন ওয়েস্ট ইন্ডিজ তারকা ড্যারেন ব্রাভো! রঙিন পোশাকের ত্রিদেশীয় লড়াইটা জমজমাট হবে বলেই বিশ্লেষকদের ধারণা। ক্রমাগত ব্যর্থতায় হাইপ্রোফাইল কোচ ডেভ হোয়াটমোরকে সরিয়ে সাবেক অধিনায়ক স্ট্রিককে দায়িত্ব দিয়েছে জিম্বাবুইয়ে। দুটি টেস্টে হারলেও প্রথমটিতে দারুণ ফাইট দিয়েছিল ক্রেমারের দল। ওয়ানডেতে অভাবনীয় পরিবর্তন আনা হয়েছে। সর্বশেষ বিশ্বকাপ ও আফগানিস্তান সিরিজের দল থেকে ৮ জনকে ছেঁটে ফেলা হয়েছে। বাদপড়াদের মধ্যে রয়েছেন তেন্দাই চাতারা, রেচমন্ড মাতুম্বাই ও ভুসি সিবান্দার মতো তারকা। ফেরানো হয়েছে ব্রায়ান চারি, ক্রিস এমপফু, তিনাসে পানিয়াঙ্গারা ও ম্যালকম ওয়ালার। নতুন মুখ তারিসাই মুসকান্দা ও কার্ল মুম্বা। আছেন হ্যামিল্টন মাসাকাদজা, ক্রেইগ অরভিন, শন উইলিয়ামস, এলটন চিগম্বুরা ও সিকান্দার রাজার মতো প্রতিষ্ঠিত পারফর্মার। সুতরাং নিজেদের মাঠে ক্রেমার-বাহিনী লঙ্কানদের সহজে ছেড়ে দেবে না। ম্যাথুজের পাশাপাশি ইনজুরির জন্য সিরিজে নেই ব্যাটিংয়ের অন্যতম ভরসা দিনেশ চান্দিমাল। জিম্বাবুইয়ের তুলনায় শ্রীলঙ্কা দলই বরং অনেকটা ম্লান। অধিনায়ক থারাঙ্গার সঙ্গে পরিচিত মুখ বলতে নুয়ান কুলাসেকারা, কুশল মেন্ডিজ, সুরাঙ্গা লাকমল ও লক্ষণ সান্দাকান। সামর্থ্যরে সর্বোচ্চটা দিতে ব্যর্থ হলে বিপদে পড়তে পারে অতিথিরা। সিরিজের ফরমেট অনুযায়ী লীগ পর্বে প্রতিটি দল প্রত্যেকের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে। সেরা দুই দলের মধ্যে হবে ফাইনাল। ১৯৯২ থেকে এ পর্যন্ত ৪৭ দেখায় ৩৯ ওয়ানডেতে জয় শ্রীলঙ্কার। জিম্বাবুইয়ের জয় ৭ ম্যাচে। আইসিসি র‌্যাঙ্কিংয়ে শ্রীলঙ্কা ছয় নম্বরে, আর জিম্বাবুইয়ে এগার নম্বরে, আফগানিস্তানেরও পরে। ওদিকে নিজ বোর্ডের (ডব্লিউআইসিবি) সমালোচনা করে উইন্ডিজ দল থেকে বাদ পড়েছেন ফর্মে থাকা তুখোড় ব্যাটসম্যান ড্যারেন ব্রাভো। নেতৃত্বে যথারীতি জেসন হোল্ডার।
×