ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বৃষ্টিতে পরিত্যক্ত দ্বিতীয় দিন

প্রকাশিত: ০৬:২২, ১৪ নভেম্বর ২০১৬

বৃষ্টিতে পরিত্যক্ত দ্বিতীয় দিন

স্পোর্টস রিপোর্টার ॥ অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার হোবার্ট টেস্টের দ্বিতীয়দিন বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে গেছে। রবিবার একটি বলও মাঠে গড়ায়নি। স্থানীয় সময় দুপুর ২টায় দুই আম্পায়ার আলিম দার ও রিচার্ড কেটলবরো মাঠ পরিদর্শন করে দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন। তাই আজ থেকে বাকি দুইদিনই খেলা নির্ধারিত সময়ের ৩০ মিনিটের আগে শুরু হবে বলে জানান হয়েছে। স্থানীয় আবহাওয়ার পূর্বাভাসে অবশ্য আজও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পার্থের প্রথম টেস্টে হেরে তিন ম্যাচের সিরিজে ১-০তে পিছিয়ে স্টিভেন স্মিথের অস্ট্রেলিয়া। সিরিজে টিকে থাকতে এখানে তাদের জিততেই হবে। অথচ প্রথম ইনিংসে মাত্র ৮৫ রানে অলআউটের লজ্জায় ডোবে অসিরা। জবাবে ৫ উইকেটে ১৭১ রান নিয়ে প্রথমদিন শেষ করে দক্ষিণ আফ্রিকা। অতিথিরা আজ ৮৬ রানে এগিয়ে থেকে দিনের খেলা শুরু করবে। ম্যাচে দুই অপরাজিত ব্যাটসম্যান হিসেবে রয়েছেন টেম্বা বাভুমা (৩৮*) ও কুইনটন ডি কক (২৮*)। স্বাগতিকদের মাত্র ৩২.৫ ওভারেই গুটিয়ে দেয়ার পথে ২১ রানে ৫ উইকেট নিয়ে প্রোটিয়া বোলিং আক্রমণের অগ্রভাগে ছিলেন ভারনন ফিল্যান্ডার। তার সাথে ৪১ রানে তিন উইকেট নিয়ে ভালই সহযোগিতা করেছে পেসার কেইল এ্যাবট। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজে এটা অস্ট্রেলিয়ার সর্বনি¤œ দলীয় রান।
×