ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মাশরাফি-সাকিব ও মুশফিক-তামিম লড়াই আজ

প্রকাশিত: ০৬:২১, ১৪ নভেম্বর ২০১৬

মাশরাফি-সাকিব ও মুশফিক-তামিম লড়াই আজ

স্পোর্টস রিপোর্টার ॥ জয় দিয়ে শুরু করেছিল চিটাগাং ভাইকিংস। কিন্তু এরপর টানা দুটি হারে বেশ পিছিয়ে পড়েছে তামিম ইকবালের দলটি। যদিও কাগজে-কলমে এবার বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল টি২০) চতুর্থ আসরে শক্তিধর কম্বিনেশন পেয়েছে তারা। সে অনুসারে আসেনি সাফল্য। তবে এবার ঘুরে দাঁড়াতে চায় চিটাগাং। আজ দুপুর ২টায় মুশফিকুর রহীমের দল বরিশাল বুলসের বিরুদ্ধে মুখোমুখি হবে তারা। এটি ছিল এবার বিপিএলের প্রথম সূচী অনুসারে দ্বিতীয়দিনের ম্যাচ। একই সাথে সেটা ছিল দু’দলেরই প্রথম ম্যাচ। তবে বৃষ্টির বাগড়ায় সূচী পরিবর্তন করার পর আজ অনুষ্ঠিত হবে ম্যাচটি। আর দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা ৭টায়ও অনুষ্ঠিত হবে আগের সূচী অনুসারে দ্বিতীয়দিনের অপর ম্যাচ কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ঢাকা ডায়নামাইটসের মধ্যে। মুশফিকের সঙ্গে সতীর্থ হিসেবেই জাতীয় দলে খেলেন তামিম। তবে ঘরোয়া ক্রিকেটে পরস্পরের প্রতিপক্ষই থেকেছেন সবসময়। আর মুখোমুখি লড়াইয়ে অনেক ধরনের অযাচিত ঘটনাই ঘটে। আজ বরিশাল-চিটাগাং লড়াইয়ে বিশেষ নজর থাকবে সবার। কারণ গত আসরে এই চিটাগাংয়ের বিরুদ্ধেই মুশফিকের তখনকার দল সিলেট সুপারস্টারসের ঝামেলা হয়েছিল। অনিবন্ধিত খেলোয়াড় নিয়ে সুপারস্টারস নামার কারণে খেলতে অস্বীকৃতি জানিয়েছিলেন তামিম। মুশফিক বেশ কয়েকবার তাকে অনুরোধ করলেও মানেননি। শেষ পর্যন্ত বেশ দেরিতে খেলা শুরু হয়েছিল। রুদ্ধশ্বাস এক লড়াই হয়েছিল, যে লড়াইয়ে ছিলেন মুশফিক-তামিম মুখোমুখি। শেষ পর্যন্ত ¯œায়ুক্ষয়ী লড়াই শেষে ১ রানে জিতে হেসেছিলেন তামিম। এবার ভিন্ন দল বরিশালকে নিয়ে প্রতিশোধ গ্রহণের সুযোগ মুশফিকের। দারুণ খেলছে গত আসরের রানার্সআপরা। তারা এবার ৮ উইকেটের বড় ব্যবধানে হার দিয়ে শুরু করলেও টানা দুই ম্যাচে জয় তুলে নিয়েছে। অধিনায়ক মুশফিক ব্যাট হাতেও দারুণ ফর্মে আছেন। রবিবার চলতি আসরের সর্বোচ্চ দলীয় ইনিংস পেয়েছে বরিশাল বুলস। ৪ উইকেটে ১৯২ রান করে অবশ্য জিতেছে মাত্র ৪ রানে। আর চিটাগাংয়ের ভাগ্যটা বিপরীত রকমের। তারা জয় দিয়ে শুরু করেছিল গত আসরের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিরুদ্ধে। এরপর টানা দুই ম্যাচ হেরেছে। বিশেষ করে শনিবার খুলনা টাইটান্সের কাছে হাতের মুঠোয় থাকা ম্যাচে ব্যাটসম্যানদের ভুলে ৪ রানে হেরে যায়। সেটার পর আক্ষেপ নিয়ে দলের ব্যাটসম্যানদের ওপর নিজের ক্ষোভও জানান তামিম। আজ সবকিছু ভুলে, ব্যাটিং ব্যর্থতা কাটিয়ে জয়ে ফেরার লক্ষ্যেই মাঠে নামবে চিটাগাং। অবশ্য তামিমের রাগত বক্তব্যের বিষয়ে দলের আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী বলেন, ‘তিনি কারও প্রতি রাগ দেখাননি। কারণ সবাই জানে কারা কোথায় ভুল করেছে। আমরা ব্যাটিং নিয়ে খুব চেষ্টা করছি যেন যেটা এতদিন করতে পারিনি সেটা দিতে পারি। বিশেষ করে শীর্ষ পাঁচজনের কাছ থেকে যেন ভাল কিছু পাওয়া যায় সেই শক্তিই বাড়ানোর প্রচেষ্টা চলছে।’ আরেকটি ম্যাচে গত আসরের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স মুখোমুখি হচ্ছে সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটসের। পূর্বঘোষিত সূচী অনুসারে ৫ নবেম্বর দ্বিতীয়দিন সন্ধ্যার রি-ম্যাচ এটি। কারণ বৃষ্টির কারণে ৮ তারিখ থেকে নতুন করে বিপিএল শুরু হয়। সে কারণে সেদিনের তামিম-মুশফিক লড়াইয়ের মতোই মাশরাফি-সাকিব লড়াইটাও হবে আজ। ঢাকার দলটি দারুণ এবার। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই খেলছে সাকিবরা। তিন ম্যাচের দুটিতে জিতে ৪ পয়েন্ট তাদের। নেট রানরেটে এগিয়ে থাকার সুবাদে শীর্ষস্থানও তাদের দখলে। দেশী-বিদেশী তারকা ক্রিকেটারদের দারুণ ব্যালান্সড দল নিয়ে সাকিব অবশ্য জানিয়েছেন চ্যাম্পিয়নশিপ এখনও নিশ্চিত করে বলা সম্ভব নয়। এ বিষয়ে তিনি বলেন, ‘চ্যাম্পিয়ন হওয়া অনেক দূরের ব্যাপার। আপাতত ভাল খেলতে চাই। যে দলটি মাঠে ভাল খেলবে তারাই জিতবে। আমাদের দলে তারকা বেশি। সবাইকে একই ম্যাচে খেলান যাবে না। হয়তো ঘুরিয়ে-ফিরিয়ে খেলাতে হবে।’ ইতোমধ্যেই দুই ম্যাচ সাইডবেঞ্চে বসে থেকেছেন লঙ্কান কিংবদন্তি মাহেলা জয়াবর্ধনে। তবে প্রথম ম্যাচে ৮ উইকেটের দুর্দান্ত জয়ে শুরুর পর থমকে গিয়েছিল সাকিবরা দ্বিতীয় ম্যাচে ৬ উইকেটে হেরে। সেখান থেকে তারা ঘুরে দাঁড়িয়ে রংপুর রাইডার্সকে ৭৮ রানের বিশাল ব্যবধানে বিধ্বস্ত করে এখন দারুণ আত্মবিশ্বাসী। তবে মাশরাফির নিজের ব্যর্থতার সঙ্গে সঙ্গে দলের অবস্থাও বেশ নাজুক। তিনি জানিয়েছেন এখন পর্যন্ত সঠিক সমন্বয়টাই খুঁজে পাওয়া যায়নি। টানা দুই ম্যাচ হেরে পয়েন্ট তালিকায় সবার নিচে থাকা কুমিল্লা ভিক্টোরিয়ান্স এরপরও ঘুরে দাঁড়ানোর লক্ষ্যেই মাঠে নামবে।
×