ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ফ্রান্সে জরুরী অবস্থা বহাল থাকছে

প্রকাশিত: ০৬:১৪, ১৪ নভেম্বর ২০১৬

ফ্রান্সে জরুরী অবস্থা বহাল থাকছে

ফ্রান্সের রাজধানী প্যারিসে গত বছর সন্ত্রাসী হামলার পর ফ্রান্সে যে জরুরী অবস্থা জারি করা হয়েছিল, তা বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে দেশটি। ফরাসী প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভালস রবিবার এ তথ্য জানিয়েছেন। তবে এবার কতদিনের জন্য জরুরী অবস্থার মেয়াদ বাড়ানো হচ্ছে তা উল্লেখ করেননি তিনি। খবর বিবিসির। প্যারিস হামলার এক বছর পূর্তিতে দেয়া বক্তব্যে ফরাসী প্রধানমন্ত্রী জরুরী অবস্থার মেয়াদ বাড়ানোর ঘোষণা দেন। ওই হামলায় ১৩০ জন নিহত হয়েছিলেন। ভালস জানান, সামনে নির্বাচন আসছে। এ উপলক্ষে বিভিন্ন স্থানে গণজমায়েত হবে।
×