ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দ. কোরিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ দাবিতে ব্যাপক বিক্ষোভ

প্রকাশিত: ০৬:১৪, ১৪ নভেম্বর ২০১৬

দ. কোরিয়ার প্রেসিডেন্টের  পদত্যাগ দাবিতে ব্যাপক বিক্ষোভ

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক জিউন হাইয়ের পদত্যাগের দাবিতে শনিবার এখানে লাখ লাখ মানুষ বিক্ষোভ করেছে। প্রেসিডেন্ট পার্কের বিরুদ্ধে অভিযোগ, তিনি তার প্রভাবশালী বন্ধু ছই ছন শেরকে কোন ধরনের অনুমতি ছাড়া সরকারী নথিপত্র দেখা ও সরকারী কাজে হস্তক্ষেপের সুযোগ দিয়েছেন। প্রেসিডেন্ট প্রাসাদে বিক্ষোভকারীদের প্রবেশ ঠেকাতে বিপুল সংখ্যক পুলিশ কর্মকর্তা মোতায়েন করা হয়েছে। প্রেসিডেন্ট পার্ক বলেছেন, বিক্ষোভের ঘটনায় তার মন ভেঙ্গে গেছে। জনরোষ কমাতে প্রেসিডেন্ট বিরোধী দলের সঙ্গে মিলে নতুন মন্ত্রিসভা গঠন ও কিছু ক্ষমতা ছেড়ে দেয়ার প্রস্তাব করেছেন। কিন্তু তাতেও কাজ হয়নি। বরং প্রধান বিরোধী দলের সদস্যরাও বিক্ষোভে অংশ নিয়ে প্রেসিডেন্টের পদত্যাগ দাবি করেন। গত ২৫ অক্টোবর পার্ক জিউন হাই প্রথমবারের মতো প্রকাশ্যে স্বীকার করেন, বন্ধু ছই ছন শে কোন সরকারী পদে না থাকলেও তিনি রাষ্ট্রীয় বিষয়ে তার পরামর্শ চান। -এএফপি
×