ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ভয় নেই ॥ কর্মীদের প্রতি এ্যাপল প্রধান

প্রকাশিত: ০৬:১৪, ১৪ নভেম্বর ২০১৬

ভয় নেই ॥ কর্মীদের প্রতি এ্যাপল প্রধান

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প জয়ী হলেও এ্যাপল কর্মীদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান টিম কুক। এ নিয়ে প্রতিষ্ঠান কর্মীদের কাছে তিনি এক বার্তা পাঠিয়েছেন। প্রচারের সময় ট্রাম্পকে সমর্থন না করার সিদ্ধান্ত নিয়েছিলেন কুক। শীর্ষস্থানীয় এ্যাপল কর্মকর্তারা অন্যান্য দলের প্রার্থীদের জন্য অর্থ যোগান দিলেও দেননি ট্রাম্পের জন্য। আর এ কারণেই অনলাইনে ফাঁস হওয়া এই বার্তা গুরুত্বের সঙ্গে নেয়া হচ্ছে বলে ভাষ্য মার্কিন সাময়িকী ফরচুনের। খবর ওয়েবসাইটের। এই বার্তায় টিম কুক তার কর্মীদের একত্র হয়ে সামনের দিকে আগানোর আহ্বান জানিয়েছেন। আফ্রিকান-আমেরিকান মানবাধিকার নেতা ড. মার্টিন লুথার কিং জুনিয়রের উদ্ধৃতি দিয়ে কুক জানান, নির্বাচনের এই ফলাফল এ্যাপল কর্মীদের মনে উদ্বেগ জন্ম দিতে পারে। কুক বলেন, আমাদের কর্মীদের মধ্যে বিশাল বৈচিত্র রয়েছে, আর তা প্রার্থীদের প্রচারের ক্ষেত্রেও। ব্যক্তিগতভাবে আমরা কোন প্রার্থীকে সমর্থন করেছিলাম তা বাদ দিয়ে সামনে আগানোর একমাত্র উপায় হচ্ছে একসঙ্গে এগোনো। বার্তায় টিম কুক কোন প্রার্থীর নাম উল্লেখ করেননি।
×