ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শেয়ার কেলেঙ্কারির মামলায় গ্রেফতারি পরোয়ানা

প্রকাশিত: ০৬:১৩, ১৪ নভেম্বর ২০১৬

শেয়ার কেলেঙ্কারির মামলায় গ্রেফতারি পরোয়ানা

সিকিউরিটিজ প্রমোশন এ্যান্ড ম্যানেজমেন্ট লিমিটেডের (এসপিএম) শেয়ার কেলেঙ্কারি মামলায় সাজাপ্রাপ্ত ২ পলাতক আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা (ওয়ারেন্ট) ইস্যু করেছে পুঁজিবাজার মামলা নিষ্পত্তিতে গঠিত বিশেষ ট্রাইব্যুনাল। রবিবার ট্রাইব্যুনালের বিচারক আকবর আলী শেখ এ ওয়ারেন্ট ইস্যু করেন। আসামিরা হলেনÑ সিকিউরিটিজ প্রমোশন এ্যান্ড ম্যানেজমেন্ট লিমিটেডের চেয়ারম্যান শেলী রহমান ও প্রতিষ্ঠানের গ্রাহক সৈয়দ মহিবুর রহমান। আসামিরা এখন পলাতক রয়েছে। এর আগে চলতি বছরের ২০ এপ্রিল প্রত্যেককে ২ বছর করে কারাদ এবং ১৫ লাখ টাকা আর্থিক জরিমানা করে একই ট্রাইব্যুনালের বিচারক হুমায়ুন কবীর রায় ঘোষণা করেন। বিএসইসির আইনজীবী মাসুদ রানা খানের আবেদনের পরিপ্রেক্ষিতে ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার
×