ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভারতীয় নোট প্রত্যাহারে বাংলাবান্ধায় যাত্রী ধস

প্রকাশিত: ০৬:১১, ১৪ নভেম্বর ২০১৬

ভারতীয় নোট প্রত্যাহারে বাংলাবান্ধায় যাত্রী ধস

ভারতে ৫শ’ ও ১ হাজার টাকার নোট প্রত্যাহার করে নেয়ায় বাংলাবান্ধা স্থল বন্দরে ভারতগামী যাত্রী কমে গেছে। যারা ইতোমধ্যে চিকিৎসা, ব্যবসা বা ভ্রমণের উদ্দেশে ভারত গিয়েছিলেন টাকা ভাঙ্গাতে না পেরে কাজ সমাপ্ত না করেই ফিরে আসছেন তারা। হঠাৎ এই অমানবিক ভোগান্তিতে পড়েছে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে যাতায়াতকারী বাংলাদেশীরা। তারা বুথ বা ব্যাংক থেকে টাকা তুলতে পারছেন না টাকার স্বল্পতার কারণে । জানা গেছে ৫শ’ ও ১ হাজার টাকার নোট বাতিলের সিদ্ধান্তে বাংলাদেশী টাকার মানও কমেছে। এই সিদ্ধান্তের আগে মানি এক্সচেঞ্জে ১ হাজার টাকার বিপরীতে ৮শ’ থেকে সাড়ে ৮শ’ ভারতীয় রুপী দেয়া হতো। কিন্তু বর্তমানে ১ হাজার রুপীর বিপরীতে দেয়া হচ্ছে মাত্র ৭শ’ টাকা। এ দিকে বাংলাদেশী ২ হাজার টাকার বেশি এক্সচেঞ্জ করা যাচ্ছে না বলে জানিয়েছে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ফেরত আসা যাত্রীরা। -স্টাফ রিপোর্টার, পঞ্চগড়
×