ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বেপজিয়ার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ০৬:১১, ১৪ নভেম্বর ২০১৬

বেপজিয়ার বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ বাংলাদেশ এখন যে কোন সময়ের চেয়ে বেশি বিদেশী বিনিয়োগকারীকে আকৃষ্ট করতে সক্ষম হচ্ছে। আগামী ৫ বছরের মধ্যে এদেশ শিল্পপণ্য উৎপাদনে যে কোন ধনী দেশের সঙ্গে প্রতিযোগিতা করতে পারবে। রবিবার বাংলাদেশ ইনভেস্টর এ্যাসোসিয়েশনের (বেপজিয়ার) বার্ষিক সাধারণ সভায় উপরোক্ত কথা বলেন সংস্থাটির চেয়ারম্যান ও কোরীয় বিনিয়োগকারী প্রতিষ্ঠান ইয়ং ওয়ান গ্রুপের চেয়ারম্যান কিহাক সাং। চট্টগ্রাম নগরীর রেডিসন ব্লু হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়। ঢাকা, চট্টগ্রাম, কর্ণফুলী ও কোরিয়ান ইপিজেডে সিংহভাগ বিনিয়োগ আমি করেছি। তিনি বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটির প্রশংসা করেন। বার্ষিক সাধারণ সভায় ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, কর্ণফুলী, কোরিয়ান, ঈশ্বরদী ও মংলা ইপিজেডের অর্ধশত দেশী-বিদেশী বিনিয়োগকারীরা উপস্থিত ছিলেন। সংস্থাটি আগামী মেয়াদের জন্য কিহাক সাংকে চেয়ারম্যান, নাসির উদ্দিনকে সিনিয়র ভাইস চেয়ারম্যান, জারাফ কাদেরকে ট্রেজারার করে ১২ সদস্যের বেপজিয়ার সেন্ট্রাল কমিটি গঠন করা হয়। খাজা মাঈনুদ্দিন ফরহাদকে প্রেসিডেন্ট, জিন্নাহ চৌধুরীকে জেনারেল সেক্রেটারি, মোঃ তানভিরকে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও আবু সুফিয়ানকে ট্রেজারার করে বেপজিয়ার চট্টগ্রাম জোন গঠন করা হয়।
×