ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিশ্ববাজারে স্বর্ণের দাম ৫ মাসে সর্বনিম্ন

সাড়ে চার মাস পর দেড় হাজার টাকা কমল সোনার দাম

প্রকাশিত: ০৬:১০, ১৪ নভেম্বর ২০১৬

সাড়ে চার মাস পর দেড় হাজার টাকা কমল সোনার দাম

অর্থনৈতিক রিপোর্টার ॥ আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমে যাওয়ায় দেশের বাজারে সাড়ে চার মাস পর কমল স্বর্ণের দাম। সোমবার থেকে দেশের বাজারে নতুন দামে স্বর্ণ বিক্রি হবে। এবার প্রতি ভরিতে কমেছে এক হাজার থেকে এক হাজার ৫০০ টাকা। এর আগে গত ২৬ জুন স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল। এদিকে গত ৫ মাসে সর্বনিম্ন অবস্থানে পৌঁছেছে স্বর্ণের দাম। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে স্বর্ণবাজারে এ পতন হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রবিবার বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সূত্র মতে, সবচেয়ে ভাল মানের অর্থাৎ ২২ ক্যারেটের সোনা প্রতি ভরি বিক্রি হবে ৪৬ হাজার ৮৮৯ টাকায়। রবিবার পর্যন্ত এ মানের স্বর্ণের দাম রয়েছে ৪৮ হাজার ৩৪৭ টাকা। অর্থাৎ প্রতি ভরিতে এ মানের স্বর্ণের দাম কমেছে ১ হাজার ৪৫৮ টাকা। সোমবার থেকে পরবর্তী দাম নির্ধারণ হওয়ার আগ পর্যন্ত ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ৪৪ হাজার ৬৭৩ টাকা। আগে দাম ছিল ৪৬ হাজার ১৮৯ টাকা দরে। এ মানের ভরিপ্রতি এক হাজার ৫১৬ টাকা কমেছে। আর ১৮ ক্যারেটে একহাজার ১০৮ টাকা কমে ভরিপ্রতি দর দাঁড়িয়েছে ৩৮ হাজার ৪৯১ টাকা। আগে দাম ছিল ৩৯ হাজার ৫৯৯ টাকা। আর সনাতন পদ্ধতিতে এ মানের স্বর্ণ ভরিপ্রতি ২৬ হাজার ১০ টাকায় বিক্রি হবে। রবিবার পর্যন্ত বিক্রি হয়েছে ২৭ হাজার ৫২৭ টাকায়। অর্থাৎ ভরিতে ১ হাজার ৫১৭ টাকা কমেছে। এদিকে স্বর্ণের পাশাপাশি সোমবার থেকে কমছে রূপার দামও। রবিবার পর্যন্ত ২১ ক্যাডমিয়ামের প্রতি ভরি রূপার দাম ছিল এক হাজার ২২৫ টাকা। ২৯১ টাকা কমে ৯৩৩ টাকায় রূপা সোমবার থেকে বিক্রি হবে। এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা বলেন, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে দেশের বাজারে স্বর্ণের এ দাম নির্ধারণ করা হয়েছে। আবার বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়ে গেলে সমন্বয় করা হবে বলে তিনি জানান। এদিকে আন্তর্জাতিক বাজারে গত ৫ মাসে সর্বনিম্ন অবস্থানে পৌঁছেছে স্বর্ণের দাম। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে স্বর্ণবাজারে এ পতন হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে বলা হয়েছে, শুক্রবার মার্কিন বাজারে আগামীতে ডেলিভারি হতে যাওয়া এক আউন্স (২.৪৩ ভরি) স্পট গোল্ড বিক্রি হয় ১ হাজার ২২২ ডলার। গত কার্যদিবস থেকে যা ২.৮৮ শতাংশ কম। আর ইউএস গোল্ডের দাম ৩.৪ শতাংশ কমে বিক্রি হয়েছে আউন্সপ্রতি ১ হাজার ২২৩ ডলার। গত ৩ জুনের পর যা সবচেয়ে কম। এ নিয়ে গত এক সপ্তাহে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমল প্রায় ৫ শতাংশ। কোপেনহেগেনের স্যাক্সো ব্যাংকের মুখপাত্র অলি হ্যানসেন বলেন, এ সপ্তাহে ট্রাম্পের জয়কে কেন্দ্র করে বাজার অস্থির হয়েছে। বিশেষ করে, ডলার শক্তিশালী হওয়ার কারণে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে স্বর্ণবাজারে। পণ্যটির দাম কমছেই। বিশ্লেষকরা মনে করছেন, বাজারে ডলার যেভাবে শক্তিশালী হচ্ছে, তাতে শীঘ্রই সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারে ফেডারেল রিজার্ভ। এ ইস্যুটি স্বর্ণবাজারকে অস্থির করতে পারে।
×