ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৬:০৯, ১৪ নভেম্বর ২০১৬

টুকরো খবর

দুই বিচারক হত্যাবার্ষিকী আজ নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি, ১৩ নবেম্বর ॥ ঝালকাঠির বিচারক হত্যা দিবস সোমবার। এ দিন জেএমবির বোমা হামলায় বিচারক শহীদ সোহেল আহম্মেদ ও জগন্নাথ পাঁড়ে নিহত হয়েছেন। ২০০৫ সালের ১৪ নবেম্বর সকালে বিচারকদ্বয় আব্দুল আউয়াল নামের অপর একজন বিচারককে মাইক্রোবাসে নেয়ার জন্য অপেক্ষা করছিলেন। এ সময় দন্ডায়মান মাইক্রো বাসে জেএমবির সুইসাইড স্কোয়াড সদস্য ইফতেখার হাসান আল মামুন বোমা হামলা চালায়। ওই হামলাকারী নিজেও আহত হয়ে গ্রেফতার হয়। এ ঘটনায় জেএমবির শীর্ষ ৬ নেতার ফাঁসি কার্যকর হয় এবং এক মাস পূর্বে তৎকালীন এ ঘটনার সঙ্গে জড়িত আসাদুজ্জামান আরিফ ২০১০ সালে গ্রেফতার হয় ও তার ফাঁসি কার্যকর করা হয়েছে। বিচারক হত্যার পর আইনজীবীসহ বিচার বিভাগের কর্মকর্তা কর্মচারীদের দাবি ছিল ঘটনাস্থলে নিহত বিচারকদের স্মৃতি রক্ষার্থে ফলক নির্মাণ এবং এদের বহনকারী মাইক্রোবাসটি জেলা জজ আদালতের প্রবেশদ্বারে সংরক্ষণ রাখা। যাতে মানুষ জঙ্গীদের বিরুদ্ধে ঘৃণা প্রকাশ করতে পারে। ভালুকায় জমি নিয়ে সংঘর্ষে আহত ৮ নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ময়মনসিংহ, ১৩ নবেম্বর ॥ বিকেল ৩টার দিকে ভালুকা উপজেলার পানিবান্দা গ্রামে বিরোধপূর্ণ জমির দখল নিয়ে দুই পক্ষের ৮ জন আহত হয়েছে। এ সময় সংঘর্ষে অংশ নেয়া ভাড়াটিয়া সন্ত্রাসীসহ উভয় পক্ষের ১০ জনকে পুলিশ আটক করেছে। জানা যায়, ঘটনার সময় নারায়ণগঞ্জ মদনপুর এলাকার আমিনুল ২০-২৫ জনের একদল সন্ত্রাসী নিয়ে ভালুকা উপজেলার পানিবান্দা গ্রামে ইসমাইল হোসেনের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ৮ জন আহত হয়েছে। আহতদের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। টেকনাফে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ব্যবসায়ী খুন স্টাফ রিপোর্টোর, কক্সবাজার ॥ টেকনাফে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক ব্যবসায়ী খুন হয়েছেন। রবিবার ভোরে হোয়াইক্যং মিনাবাজারে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সাতকানিয়ার বাসিন্দা আবু তাহের (৩৫) টেকনাফ হোয়াইক্যং মিনাবাজারে ব্যবসা করতেন। শনিবার রাতে দোকানের কাজ সেরে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে। গুরুতর অবস্থায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেয়ার পর তিনি মারা যান। অপহরণের ৬ দিন পর শিশুর মরদেহ উদ্ধার স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ জেলার কামারখন্দ উপজেলার জামতৈল-ধোপাকান্দি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পেছনের একটি ঝাড় থেকে রবিবার সকালে অপহরণের ৬ দিন পর নিরব (৬) নামে এক শিশুর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিশু নিরব কামারখন্দ উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি ও রায়দৌলতপুর ইউনিয়নের ধলেশ্বরী গ্রামের বাসিন্দা আব্দুল বারেক তালুকদারের ছেলে। মঙ্গলবার দুপুরে নিখোঁজ হয় শিশু নিরব। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজখবর নিয়েও তার কোন সন্ধান পায়নি। মাদারীপুরে গৃহবধূ নিজস্ব সংবাদদাতা মাদারীপুর থেকে জানান, জেলার সদর উপজেলার কুকরাইল এলাকার একটি পুকুর থেকে নিখোঁজের একদিন পর রবিবার সকাল ১০টার দিকে লাভলী বেগম (৩৫) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে, লাভলীর স্বামীর বাড়ি গোপালগঞ্জ জেলার মুকসুদপুরে। তারা মাদারীপুর শহরের পানিচত্র এলাকায় বসবাস করতেন। স¦ামী মিলন তালুকদার বর্তমানে মালয়েশিয়া প্রবাসী। লাভলী শনিবার থেকে নিখোঁজ ছিল। ওই দম্পতির দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। মৃত্যুর কোন কারণ জানা যায়নি। বিদ্যুতস্পৃষ্টে এক গাছীর মৃত্যু স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ লৌহজংয়ে বিদ্যুতস্পৃষ্টে জয়নাল শেখ (৫৫) নামে এক গাছীর মৃত্যু হয়েছে। রবিবার উপজেলার দক্ষিণচারিগা নওপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গাছী গোপালগঞ্জের মোকসেদপুর উপজেলা সিরদি গ্রামের মৃত কাজা শেখের পুত্র। জানা যায়, সকালে গাছী জয়নাল দক্ষিণচারিগা গ্রামের একটি বাড়িতে নারিকেল গাছে ডালপালা কাটছিল। এ সময় গাছের সাথে ঝুলে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে সে মারা গিয়ে গাছেই ঝুলতে থাকে। পরে তার লরাশ উদ্ধার করা হয়। নিহত জয়নাল নওপাড়া গ্রামের আনোয়ার হোসেনের বাড়ির ভাড়াটিয়া ছিল। কুমিল্লায় ভূমি কর্মকর্তা গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ১৩ নবেম্বর ॥ ঘুষ গ্রহণের অভিযোগে আল-মামুন নামের এক ভূমি কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। রবিবার বিকেলে কুমিল্লা মহানগরীর হাউজিং এস্টেট এলাকা থেকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কুমিল্লার উপ-পরিচালক আবুল কালাম আজাদের নেতৃত্বে একটি দল তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আল মামুন ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার কুড়িনাল গ্রামের মৃত ফজর আলীর ছেলে। জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার হরষপুর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা হিসেবে কর্মরত থেকে আল-মামুন বিভিন্ন ব্যক্তির নিকট থেকে জমা-খারিজের নামে ৩ লাখ ৭৫ টাকা ঘুষ গ্রহণ করেন। দুই ভাইয়ের বিরোধ ॥ বলি ১২০ কলাগাছ নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ১৩ নবেম্বর ॥ দুই ভায়ের বিরোধের জেরে কেটে ফেলা হলো ১২০টি কলাগাছ। শনিবার রাতের কোন এক সময় এ ঘটনা ঘটে ফরিদপুর সদরের কৃষ্ণনগর ইউনিয়নের বাড়ভাগিয়া গ্রামে। বাড়ভাগিয়া গ্রামের গফফার মোল্লা জানান, তিনি প্রতিবেশী বাদশা মিয়ার ২৫ শতাংশ জমি ইজারা নিয়ে সেখানে কলার চাড়া রোপণ করেছিলেন। চার মাস আগে প্রায় পাঁচ হাজার টাকা খরচ করে ১২০টি কলাগাছের চারা রোপণ করেছিলেন। কিন্তু শনিবার রাতে ওই জমির সব কলাগাছের চারা গোড়া থেকে কেটে ফেলা হয়েছে। পারিবারিক কারণে গত বৃহস্পতিবার রাতে তার ভাই শাহজাহান মোল্লার সঙ্গে তার বচসা হয়। এর জের ধরে এ গাছগুলো কাটা হয়েছে বলে তার ধারণা। তবে অভিযোগ অস্বীকার করে শাহজাহান মোল্লা বলেন, এ গাছ কাটার বিষয়ে তিনি কিছু জানেন না।
×