ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

৪৫৬ বাড়ি বিদ্যুতে আলোকিত

প্রকাশিত: ০৬:০৯, ১৪ নভেম্বর ২০১৬

৪৫৬ বাড়ি বিদ্যুতে আলোকিত

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ বীরগঞ্জ উপজেলার ৭টি গ্রামের ৪শ’ ৫৬টি বাড়ি বিদ্যুতের আলোয় আলোকিত হলো। এ জন্য ব্যয় হয়েছে ১ কোটি ৮৩ লাখ ৪৩ হাজার টাকা। শনিবার রাতে উপজেলার ২নং পলাশবাড়ি ইউনিয়নে ব্রাহ্মণভিটা উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে বিদ্যুত সংযোগ প্রদানের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। আলোকিত গ্রামগুলো হলো ব্রাহ্মণভিটা, পলাশবাড়ী, মাহাতাবপুর, পলাশবাড়ীর ঠশাকালি, লাল পাড়া, ডাবরা জিনেশ্বরী ও চিলকুড়া। দিনাজপুর পল্লী বিদ্যুত সমিতি-১ এলাকার পরিচালক বদিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোমিনুর রহমান বিশ^াস, আবু আক্কাস আহাম্মেদ প্রমুখ।
×