ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কান্তজীউ মন্দিরে মাসব্যাপী রাস মেলা আজ শুরু

প্রকাশিত: ০৬:০৯, ১৪ নভেম্বর ২০১৬

কান্তজীউ মন্দিরে মাসব্যাপী রাস মেলা আজ শুরু

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ আজ সোমবার থেকে শুরু হচ্ছে দিনাজপুরের ঐতিহাসিক কান্তজীউ মন্দির প্রাঙ্গণে মাসব্যাপী রাস মেলা। বিকেলে মাসব্যাপী এই মেলার উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার। গত বছরের মেলা প্রাঙ্গণে জঙ্গীদের বোমা হামলার ঘটনায় এখনও আতঙ্ক বিরাজ করছে পর্যটকসহ ওই এলাকার মানুষের মাঝে। তবে প্রশাসন বলছে, এবারে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশের পাশাপাশি থাকছে র‌্যাব, বিজিবি ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের অধীনে মোবাইল টিম। প্রতিবছর রাস পূর্ণিমার রাতে রাধা-কৃষ্ণের রাস উৎসব উপলক্ষে কাহারোল উপজেলায় অবস্থিত ঐতিহাসিক কান্তজিউ মন্দির প্রাঙ্গণে শুরু হয় মাসব্যাপী রাস মেলা। ভগবানের আরাধনা এবং মনোবাসনা পূর্ণ করতে দেশ-বিদেশের লাখো ভক্ত-পুণ্যার্থী ও দর্শকদের ভিড় হয়। তবে গত বছরে এই রাস মেলা শুরু হওয়ার ১০ দিনের মাথায় ঘটে জঙ্গীদের ৩টি বোমা বিস্ফোরণের ঘটনা। যাতে ৬ জন গুরুতর আহত ছাড়াও অনেকে আঘাতপ্রাপ্ত হন। এই বোমা বিস্ফোরণের ঘটনায় মেলায় আগত দোকান ব্যবসায়ীদের লোকসানে পড়তে হয়। এবারে নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকলে ক্ষতি পুষিয়ে উঠবেন আশা তাদের। স্থানীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল জানান, কান্তজিউ মন্দিরে রাস মেলার ওপর সরকারের বিশেষ নজর রয়েছে। পাশাপাশি স্থানীয়রা অসাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনে গঠন করেছে স্বেচ্ছাসেবী দল। দিনাজপুর রাজদেবোত্তর এস্টেটের সভাপতি ও জেলা প্রশাসক মীর খায়রুল আলম জানান, অনাকাক্সিক্ষত ঘটনা এড়াতে এবারে নিচ্ছিদ্র ও বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। কলাপাড়া নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া থেকে জানান, দক্ষিণাঞ্চলের শত বছরের হিন্দু ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী রাস লীলা শুরু হয়েছে রবিবার। নেয়া হয়েছে কুয়াকাটায় সাগরে রাসভক্তদের পুণ্যস্নানের সকল প্রস্তুতি। মন্দিরে রাধা-কৃষ্ণের যুগল প্রতিমা স্থাপন করা হয়েছে। রবিবার বিকেল থেকেই রাসভক্ত নর-নারীর আগমন শুরু হয়। সন্ধ্যার মধ্যেই কুয়াকাটায় সমাবেশ ঘটে হাজার হাজার পুণ্যার্থীর। প্রতি বছরের মতো এবছরও ভরা পূর্ণিমায় সাগরে রাতে কিংবা আজ সোমবার প্রত্যুষে পুণ্য¯œান শেষে রাসভক্ত নর-নারী কলাপাড়া পৌর শহরের মদন মোহন সেবাশ্রমে পাঁচ দিনের ধর্র্মীয় উৎসব ও রাসমেলায় অংশ নেবেন। রাস উৎসবকে ঘিরে এখন কুয়াকাটাসহ কলাপাড়ার গোটা উপজেলায় প্রশাসনের বিভিন্ন স্তরের নজরদারি বাড়ানো হয়েছে। কুয়াকাটা সৈকতপাড়ে এবং কলাপাড়ায় সেবাশ্রম প্রাঙ্গণে স্থাপন করা হয়েছে সিসি ক্যামেরা। নির্বিঘেœ এ রাসমেলা সম্পন্নের লক্ষ্যে জেলা-উপজেলা প্রশাসন কয়েক দফা সভা করেছেন। নেয়া হয়েছে বিভিন্ন স্তরের নিরাপত্তা ব্যবস্থা। ঐতিহ্যবাহী এ রাস উৎসবে হিন্দু ধর্মাবলম্বী রাসভক্ত নর-নারী ছাড়াও অন্য ধর্মের মানুষের ব্যাপক সমাগম ঘটে। আয়োজকরা ধারণা করছেন অন্তত অর্ধলক্ষ মানুষের সমাবেশ ঘটবে। প্রত্যেক বছর কার্তিকের ভরা পূর্ণিমার তিথিতে এ রাস উৎসব অনুষ্ঠিত হয়। গতকাল বিকেল থেকেই কুয়াকাটায় রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে ধর্মীয় অনুষ্ঠান শুরু হয়।
×