ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নির্বাচন পরবর্তী সহিংসতা ॥ নরসিংদীতে গুলি ও টেঁটাবিদ্ধ পাঁচ

প্রকাশিত: ০৬:০৮, ১৪ নভেম্বর ২০১৬

নির্বাচন পরবর্তী সহিংসতা ॥ নরসিংদীতে গুলি ও টেঁটাবিদ্ধ পাঁচ

নিজস্ব সংবাদদাতা, নরসিংদী, ১৩ নবেম্বর ॥ নির্বাচন পরবর্তী সহিংসতায় আওয়ামী লীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের ৫ জন গুলি ও টেঁটাবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে । লুটপাট ও ভাংচুর হয়েছে ৫টি বাড়িঘরে । রায়পুরা উপজেলার দুর্গম চর এলাকা নিলক্ষায় রবিবার দুপুর ২টায় এ ঘটনা ঘটে । জানা গেছে, নিলক্ষা ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান তাজুল ইসলামের সমর্থকরা রবিবার দুপুরে প্রতিপক্ষ ওই ইউনিয়নের পরাজিত ও সাবেক চেয়ারম্যান আবদুল হক সরকারের সমর্থকদের বাড়িঘরে হামলা চালায়। এ সময় হক সরকার সমর্থক নুরে আলম, ফারুক, ইব্রাহিম ও আলমগীর গুলিবিদ্ধ এবং প্রতিপক্ষ তাজুল ইসলাম সমর্থক জামাল মিয়া টেঁটাবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। আহতদের নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
×