ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দুর্নীতির অভিযোগ ॥ মেয়রকে দল থেকে অব্যাহতি

প্রকাশিত: ০৬:০৮, ১৪ নভেম্বর ২০১৬

দুর্নীতির অভিযোগ ॥ মেয়রকে দল থেকে অব্যাহতি

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ সারিয়াকান্দি পৌরসভার মেয়র আলমগীর শাহী সুমনের ক্ষমতার অপব্যবহার দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে স্থানীয়রা ফুঁসে উঠেছে। তার বিরুদ্ধে একের পর এক অভিযোগের পাহাড় জড়ো হওয়ায় উপজেলা আওয়ামী লীগের সকল নেতাকর্মীর সিদ্ধান্তে সারিয়াকান্দি আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে তাকে অব্যাহতি দেয়া হয়। রবিবার দুপুরে এলাকার লোকজন বগুড়া প্রেস ক্লাবে এসে তার নানা অপকর্মের ফিরিস্তি তুলে ধরে। সারিয়াকান্দি পৌর মেয়র আলমগীর শাহী সুমনের বিরুদ্ধে যে দুর্নীতি তুলে ধরা হয় তা হলো-পৌর নির্বাচনের আগে তিনি কয়েকজনের কাছে থেকে বিপুল অঙ্কের টাকা ধার হিসেবে নগদে গ্রহণ করেন। কথা ছিল এই টাকা ফেরত দেবেন। পরে ফেরত তো দেনইনি টাকা চাইতে গেলে ক্ষমতার অপব্যবহার করে হুমকি-ধমকি দিতে থাকেন। বিভিন্নজনকে চাকরি দেয়ার নামে বিপুল অঙ্কের টাকা নিয়ে চাকরি না দিয়ে দলের ভাবমূর্তি নষ্ট করেন। যাদের কাছ থেকে টাকা নিয়েছেন তারা উপস্থিত থেকে বিষয়গুলো সাংবাদিকদের জানান। মেয়র নির্বাচিত হওয়ার পর নিজের জমি বেশি দামে পৌরসভার কাছে বিক্রি করেন। তার বিরুদ্ধে এই অভিযোগ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে দাখিল করা হয়। ৮ নবেম্বর এই অভিযোগের তদন্তকারী দল এলে মোটরসাইকেলের বহর নিয়ে ত্রাস সৃষ্টি করা হয়। এই ঘটনায় স্থানীয়রা বিস্মিত হয়ে যায়। বিসিআইসির ডিলারশিপ দেয়ার নামে একজনের কাছ থেকে বড় অঙ্কের টাকা নিয়েছেন। প্রভাব বিস্তার ও দুর্নীতি করে যে অর্থ পেয়েছেন তার একাংশ দিয়ে পৌর এলাকায় ৩০ শতাংশ জমি কিনে দ্বিতল বাড়ি করেছেন। বগুড়া শহরে বহুতল ভবন নির্মাণ করেছেন। শহরতলীর ফুলবাড়ির চররামনগর গ্রামে ৯৬ শতাংশ জমি কিনে বিশাল বাগানবাড়ি তৈরি করেছেন। এ ছাড়াও টেন্ডার অনিয়মসহ নানা দুর্নীতির অভিযোগ করা হয়।
×