ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

একই নেতা আওয়ামী লীগ ও বিএনপির কমিটিতে

প্রকাশিত: ০৬:০৭, ১৪ নভেম্বর ২০১৬

একই নেতা আওয়ামী লীগ ও বিএনপির কমিটিতে

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ বিএনপি থেকে পদত্যাগ না করেই আওয়ামী লীগের পদ নিয়ে রাজনীতি করছেন তিনি। সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় একই ব্যক্তির নাম আওয়ামী লীগ ও বিএনপির কমিটিতে থাকার বিষয়টি এলাকায় আলোচনার খোরাক যুগিয়েছে। অভিযোগ উঠেছে, আমিনুল ইসলাম প্রথমদিকে উপজেলা বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকলেও আওয়ামী লীগ ক্ষমতায় বহাল হবার পর একশ্রেণীর সুবিধাভোগী নেতার মাধ্যমে তিনি ইউনিয়ন আওয়ামী লীগের পদ দখল করে নেন। অথচ এর আগে বিএনপি থেকে তিনি পদত্যাগও করেননি। এই নেতার নাম আমিনুল ইসলাম। তিনি কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর কলাবাড়ী গ্রামের মৃত আলকাছ আলীর পুত্র। ২০১০ সালের ২২ ডিসেম্বর তৎকালীন জেলা বিএনপির সভাপতি এম ইলিয়াস আলী স্বাক্ষরিত কোম্পানীগঞ্জ উপজেলার অনুমোদিত কার্যকরী কমিটিতে আমিনুল নির্বাহী সদস্য পদ লাভ করেন। এরপর ২০১৫ সালের ৫ নবেম্বর উপজেলা থেকে অনুমোদিত ২নং পূর্ব ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগ কমিটিতে দেখা যায়, এই আমিনুল ইসলাম যুব ও ক্রীড়া সম্পাদক পদে রয়েছেন। এতে প্রশ্ন দেখা দিয়েছে, আসলে তিনি কোন্ দলের সঙ্গে সম্পৃক্ত। বিএনপির নেতা কি করে আওয়ামী লীগের কমিটিতে স্থান পেলেন জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলী আমজাদ বলেন, আমরা অঙ্গসংগঠনকে বিশ্বাস করি। বিশ্বাস না করলে দল চালানো যায় না। ইউনিয়ন থেকে কমিটির জন্য যে তালিকা দেয়া হয় তাতে আমিনুলের নাম দেয়া হয়েছে। আমাদের সাফ কথা বিএনপি-জামায়াতের স্থান দলে নেই। কেউ যদি দলে আসতে চায় জয়বাংলা স্লোগান আত্মার মধ্যে রাখার পর তাকে দলে নেয়া হয়। ইতোমধ্যে খবর পেয়েছি এই বিএনপি নেতাকে আমাদের দলের কমিটিতে স্থান দেয়া হয়েছে। এ বিষয়ে আমরা সাংগঠনিক ব্যবস্থার প্রস্তুতি নিচ্ছি। এ প্রসঙ্গে ২নং পূর্ব ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ মুল্লুক হোসেন বলেন, আমিনুল বিএনপি করেন তা আমাদের জানা নেই। যদি কাগজপত্রে পাওয়া যায় তাহলে উপজেলা ও জেলার সঙ্গে কথা বলে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
×