ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ওয়ার্ল্ড ভার্সিটিতে ওয়ার্কশপ

প্রকাশিত: ০৬:০৬, ১৪ নভেম্বর ২০১৬

ওয়ার্ল্ড ভার্সিটিতে ওয়ার্কশপ

ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের সব অনুষদের প্রায় এক হাজার শিক্ষার্থী নিয়ে চার দিনব্যাপী ‘এ্যাক্রিডিটেশন কাউন্সিল চ্যালেঞ্জ মোকাবেলা- শীর্ষক ওয়ার্কশপ’ বিশ্ববিদ্যালয়ের মেইন ক্যাম্পাস মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্কশপে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ইমেরিটাস অধ্যাপক ড. আবদুল মান্নান চৌধুরী। এছাড়া আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য, অধ্যাপক ড. এম নুরুল ইসলাম; ট্রেজারার, মোর্শেদা চৌধুরী; পরীক্ষা নিয়ন্ত্রক; রেজিস্ট্রার এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর। আসন্ন এ্যাক্রিডিটেশন কাউন্সিল চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চার দিনব্যাপী প্রায় এক হাজার শিক্ষার্থীর (যাদের অর্ধেক সর্বোচ্চ এবং অর্ধেক সর্বনি¤œ নম্বর প্রাপ্ত) নিয়ে ওয়ার্কশপ আয়োজন করেছে। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সফলতা, দুর্বলতা, সুযোগ ও বাধাসমূহ সম্পর্কে সংক্ষিপ্ত মূল্যায়ন করে স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী কি কি পদক্ষেপ, কৌশল ও পরিকল্পনা নিয়ে আসন্ন এ্যাক্রিডিটেশন কাউন্সিল চ্যালেঞ্জ মোকাবেলা করা যায় সে সম্পর্কে মতামত ব্যক্ত করেছে। -বিজ্ঞপ্তি
×