ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বাউফলে ফরম পূরণে বাড়তি টাকা নেয়ার অভিযোগ

প্রকাশিত: ০৬:০৫, ১৪ নভেম্বর ২০১৬

বাউফলে ফরম পূরণে বাড়তি টাকা নেয়ার অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ১৩ নবেম্বর ॥ বাউফলে এসএসসি ও দাখিল পরীক্ষায় ফরম পূরণে বাড়তি টাকা নেয়া হচ্ছে। শিক্ষা বোর্ডের নির্দেশনা অমান্য করে অতিরিক্ত এ অর্থ নেয়া হচ্ছে। হয়রানির ভয়ে প্রকাশ্যে অভিযোগ করছেন না অভিভাবক কিংবা শিক্ষার্থীরা। জানা গেছে, চলতি বছরে বরিশাল শিক্ষা বোর্ড নির্ধারিত এসএসসি পরীক্ষার ফরম পূরণের জন্য মানবিক বিভাগে ১৬৯৫, বিজ্ঞান ১৭৮৫ ও ব্যবসা শিক্ষায় ১৬৯৫ টাকা এবং বাৎসরিক ক্রীড়া মঞ্জুরি বাবদ প্রত্যেক বিভাগে ৩শ’ টাকা নির্ধারণ করা হয়েছে। সব মিলিয়ে সর্বোচ্চ ২ হাজার ৮৫ টাকায় একজন শিক্ষার্থীর ফরম পূরণ হওয়ার কথা হলেও সরেজমিনে বাউফল মাধ্যমিক বিদ্যালয়, বাউফল আদর্শ বালিকা বিদ্যালয়, খেজুরবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়, নাজিরপুর মাধ্যমিক বিদ্যালয়, বাউফল ছালেহিয়া ফাজিল মাদ্রাসা, ধানদি সিনিয়র মাদ্রসাসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা যায় ফরম পূরণে স্কুলগুলো তাদের কাছ থেকে ৩ হাজার ৫শ’ থেকে ৪ হাজার টাকা করে আদায় করছে। নাম প্রকাশে অনিচ্ছুক খেজুরবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, স্কুলে স্যারেরা ফরম পূরণের জন্য ৩ হাজার ৭শ‘ ৫৫ টাকা নির্ধারণ করেছে। এ বিষয়ে স্কুলে আলাদা নোটিসও দিয়েছে স্যারেরা। এ বিষয়ে জানতে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল করীমের মুঠো ফোনে কল দিলে তিনি বলেন, ৩ হাজার ৭শ’ ৫৫ টাকা উপজেলা শিক্ষক সমিতি নির্ধারণ করে দিয়েছে, তবে আমরা তা আদায় করি না। বিদ্যালয়ে নোটিস দেয়ার বিষয়টিও অস্বীকার করেন এই শিক্ষক। এক অভিভাবক বলেন, মাইয়্যার ফরম ফিলাপের লইগ্যা স্যারেরা ৩৮শ’ টাহা লইয়্যা যাইতে কইছে। আমি গরিব মানুষ, এত টাহা এহন কই পামু। উপজেলা শিক্ষক সমিতির আহ্বায়ক নজরুল ইসলাম বোর্ড ফি’র বাইরে অতিরিক্ত অর্থ আদায়ের ব্যাপারে নির্দেশনা প্রদানের বিষয়টি অস্বীকার করেন। এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা অলি আহাদ বলেন, ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের খবর আমার জানা নেই।
×