ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ঢাকা-কলকাতা রুটে নভোএয়ারের ফ্লাইট ১ ডিসেম্বর চালু

প্রকাশিত: ০৬:০৩, ১৪ নভেম্বর ২০১৬

ঢাকা-কলকাতা রুটে  নভোএয়ারের ফ্লাইট  ১ ডিসেম্বর চালু

স্টাফ রিপোর্টার ॥ আগামী ১ ডিসেম্বর থেকে প্রতিবেশী দেশ ভারতের কলকাতা রুটে ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে দেশের অন্যতম বেসরকারী বিমান সংস্থা নভোএয়ার। সোনারগাঁও হোটেলে রবিবার এক সংবাদ সম্মনে এ তথ্য জানানো হয়। এক বছর আগে ঢাকা-ইয়াঙ্গুন রুটে ফ্লাইট চালুর মাধ্যমে আন্তর্জাতিক রুটে বিমান পরিচালনায় যাত্রা শুরু হয় নভোএয়ারের। সংবাদ সম্মলনে নভোর এমডি মফিজুর রহমান বলেন, তিন বছর অভ্যন্তরীণ রুটে সাফল্যের সঙ্গে ফ্লাইট পরিচালনর পর গত ডিসেম্বর থেকে পার্শ্ববর্তী দেশ মিয়ানমারের ইয়াঙ্গুন রুটে ফ্লাইট শুরু করা হয়। সেই ধারাবাহিকতায় দ্বিতীয় আন্তর্জাতিক গন্তব্য কলকাতায় ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছি। সপ্তাহের প্রতি মঙ্গল, বৃহস্পতি, শুক্র ও রবিবার চারটি ফ্লাইট ঢাকা-কলকাতা-ঢাকা রুটে চলাচল করবে। এ রুটে প্রোমোশনাল রিটার্ন ভাড়া ন্যূনতম ৯,৯৯৯ টাকা (ট্যাক্সসহ)। দুপুর ২টা ২৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে কলকাতায় স্থানীয় সময় বিকেল ৩ টায় পৌঁছবে। কলকাতা থেকে স্থানীয় সময় বিকেল ৪টায় ছেড়ে বিকেল ৫টা ৩৫মিনিটে ঢাকায় পৌঁছবে। এছাড়া আগামী ১৪ ডিসেম্বর হতে চট্টগ্রাম থেকেও কলকাতা রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা করবে নভোএয়ার। চট্টগ্রাম-কলকাতা-চট্টগ্রাম রুটে প্রোমোশনাল রিটার্ন ভাড়া ন্যূনতম ১১ হাজার ৫৫৫ টাকা (ভ্যাটসহ) নির্ধারণ করা হয়েছে। প্রতি সোম, বুধ ও শনিবার সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করা হবে এ রুটে। সংবাদ সম্মেলনে নভোএয়ারের হেড অব মার্কেটিং এ্যান্ড সেলস সোহেল মজিদ, কাজী ওবায়দুর রহমান, হাসিবুর রহমানসহ নভোএয়ারের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
×