ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রোগীর সঙ্গে প্রতারণা এ্যাম্বুলেন্স চালক জেলে

প্রকাশিত: ০৬:০৩, ১৪ নভেম্বর ২০১৬

রোগীর সঙ্গে প্রতারণা এ্যাম্বুলেন্স  চালক জেলে

স্টাফ রিপোর্টার ॥ রোগীর স্বজনদের সঙ্গে প্রতারণার দায়ে এক এ্যাম্বুলেন্সের চালক ও হেলপারকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে শাহবাগ থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে, এ্যাম্বুলেন্স চালক রনি ও হেলপার বিল্লাল। শনিবার গভীর রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের সামনে থেকে তাদের আটক করা হয়। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক জনকণ্ঠকে জানান, ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) থেকে ফরিদুল ইসলাম নামের এক রোগীকে ঢামেক হাসপাতালের জরুরী বিভাগে আনার জন্য চুক্তিবদ্ধ হন এ্যাম্বুলেন্সের চালক ও হেলপার। তবে ঢাকায় পৌঁছে তারা রোগীকে ঢামেক হাসপাতালের বদলে উত্তরার একটি বেসরকারী হাসপাতালে নেয়। পরবর্তীতে স্বজনদের চাপের মুখে রোগীকে ঢামেক হাসপাতালে নিয়ে আসে এ্যা¤ু^লেন্সের চালক ও হেলপার। এ সময় ঢামেক হাসপাতালের জরুরী বিভাগের সামনে থেকে তাদের আটক করে পুলিশ।
×