ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জঙ্গী তৎপরতায় যারা মদদ দিচ্ছে তাদের মূলোৎপাটন করতে হবে ॥ রাষ্ট্রপতি

প্রকাশিত: ০৬:০৩, ১৪ নভেম্বর ২০১৬

জঙ্গী তৎপরতায় যারা মদদ  দিচ্ছে তাদের মূলোৎপাটন  করতে হবে ॥ রাষ্ট্রপতি

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ১৩ নবেম্বর ॥ রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ বলেছেন, সম্প্রতি বিপথগামী কিছু তরুণের পাশাপাশি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া গুটিকয়েক ছাত্র ও শিক্ষকের জঙ্গী কর্মকা-ে সম্পৃক্ত হওয়ার খবর বিশ্ববিদ্যালয় তো বটেই, গোটা জাতির মর্যাদাকে ক্ষুন্ন করেছে। উঠতি মেধাবী তরুণদের যারা উগ্র মৌলবাদ, সন্ত্রাসী বা জঙ্গী কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার জন্য মদদ দিচ্ছে তাদের চিহ্নিত করে সমূলে উৎপাটন করতে হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলোতে কঠোর নিয়মানুবর্তিতা, নিয়মিত পরীক্ষা ও ফল প্রকাশসহ খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রম জোরদার করতে হবে। শিক্ষার্থী ও শিক্ষকদের মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও জাতি গঠনে অবদান রাখতে হবে। মনে রাখতে হবে, লাখো শহীদের আত্মত্যাগে আমাদের দীর্ঘ কাক্সিক্ষত স্বাধীনতা অর্জিত হয়েছে। শহীদের রক্তঋণ পরিশোধসহ স্বাধীনতার মর্যাদা সমুন্নত রাখতে যে কোন অশুভ শক্তির বিরুদ্ধে আমাদের সম্মিলিতভাবে রুখে দাঁড়াতে হবে। রবিবার দুপুরে টাঙ্গাইল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর একথা বলেন। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইমেরিটাস ড. আলমগীর মোহাম্মদ সিরাজুদ্দীন, টাঙ্গাইল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন। রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে মাওলানা ভাসানীর মাজার জিয়ারত করেন। পরে সমাবর্তন শোভাযাত্রায় অংশ নেন। এর আগে রাষ্ট্রপতি সকালে টাঙ্গাইল এ্যাডভোকেট বার সমিতির ১২৫ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ বলেছেন, ধনী-গরিব নির্বিশেষে সকলেই আইনের সমান অধিকার পেতে পারে। সে লক্ষ্যে আইনজীবীদের অগ্রণী ভূমিকা পালন করার আহ্বান জানিয়েছেন তিনি। আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা দেশের প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব। কিন্তু আইনের বেড়াজালের কথা ভেবে অনেকেই আইনের আশ্রয় নিতে ভয় পায়। এ প্রসঙ্গে রাষ্ট্রপতি বালফোরের উদ্ধৃতি তুলে ধরে বলেন ‘আইন ইঁদুর মারার কলের মতো, এর শরণাপন্ন হওয়া খুবই সহজ; কিন্তু এর থেকে বের হওয়া ততো সহজ নয়।’ টাঙ্গাইল জেলা এ্যাডভোকেট বার সমিতির সভাপতি মুলতান উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. আব্দুর রাজ্জাক এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক ফজলুর রহমান খান ফারুক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের, এ্যাডভোকেট এস আকবর খান প্রমুখ। অনুষ্ঠানের পূর্বে রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ জেলা এ্যাডভোকেট বার সমিতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
×