ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফেরত পাওয়া যাবে আবার!

প্রকাশিত: ০৫:৫৪, ১৪ নভেম্বর ২০১৬

ফেরত পাওয়া  যাবে আবার!

অন্যমনস্ক বা অসাবধানতায় অনেক সময় আমরা ভুল মানুষকে মেল পাঠিয়ে ফেলি। যার জন্য আমাদের বিভিন্ন অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়তে হয় কিংবা বড়সড় ক্ষতির সম্মুখীন হতে হয়। এক্ষেত্রে আপনার ভুল ব্যক্তিকে পাঠানো ইমেলটি ফেরানোর উপায়ও রয়েছে। আপনার ইমেলটি যদি জি-মেল থেকে পাঠিয়ে থাকেন, তাহলে সেই মেল প্রত্যাহার করার উপায় আছে। সুবিধাটি পেতে প্রথমে জি-মেল ওপেন করুন। এবার ডানপাশে ওপরদিক থেকে ঝবহফ-এ ক্লিক করুন। এবার টহফড় ঝবহফ-এ গিয়ে ঊহধনষব টহফড় ঝবহফ-এ ক্লিক করুন। এরপর ঝবহফ পধহপবষষধঃরড়হ ঢ়বৎরড়ফ-এ কোন্ সময় মেলটি পাঠিয়েছিলেন সে সময়টি দিন। এবার একেবারে পেইজের নিচে ংধাব পযধহমবং-এ ক্লিক কারুন। টহফড় ংবহফরহম ুড়ঁৎ সবংংধমব-এ ক্লিক করুন। এরপর থেকে টহফড় ঝবহফ-এ ক্লিক করার পরই আপনি যে কোন ই-মেল পাঠানো ক্যানসেল করতে পারবেন। এক্ষেত্রে ণড়ঁৎ সবংংধমব যধং নববহ ংবহঃ বলে একটি মেসেজ আপনি দেখতে পাবেন। এখানে টহফড় ড়ৎ ঠরবি সবংংধমব দুটি অপশন পাবেন। যদি ভুল ব্যক্তিকে মেল পাঠিয়ে থাকেন, তবে টহফড় অপশনে ক্লিক করুন। এরজন্য ২০ সেকেন্ড সময় পাওয়া যাবে। সূত্র: এই সময়
×