ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সংস্কৃতি সংবাদ

তিনদিনের ঢাকা লিট ফেস্ট শুরু বৃহস্পতিবার

প্রকাশিত: ০৫:৫৩, ১৪ নভেম্বর ২০১৬

তিনদিনের ঢাকা লিট ফেস্ট শুরু বৃহস্পতিবার

স্টাফ রিপোর্টার ॥ সাহিত্যপ্রেমীদের মননে আলো ছড়াতে ষষ্ঠবারের মতো অনুষ্ঠিত হচ্ছে ঢাকা সাহিত্য উৎসব। বছর ঘুরে আবারও রাজধানীতে বসতে যাচ্ছে ঢাকা লিটারারি ফেস্টিভ্যাল বা ‘ঢাকা লিট ফেস্ট’। গত পাঁচ বছরের ধারাবাহিকতায় আগামী বৃহস্পতিবার থেকে বাংলা একাডেমি চত্বরে শুরু হবে তিনদিনের আন্তর্জাতিক এ সাহিত্য সম্মেলন। এবারের সম্মেলনে ১৮ দেশের ৬৬ বিদেশী এবং দেড় শতাধিক বাংলাদেশী সাহিত্যিক লেখক ও গবেষকরা তিনদিনে ৯০টি বিশেষ অধিবেশনে অংশ নেবেন। ১৭ নবেম্বর সকাল সাড়ে ১০টায় সম্মেলন উদ্বোধন করবেন ত্রিনিদাদের নোবেল জয়ী সাহিত্যিক ভিএস নাইপল। এ সময় তার সঙ্গে থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। উৎসব প্রতিদিন সকাল ৯টা থেকে রাত সাড়ে ৭টা পর্যন্ত চলবে। যাত্রিকের এ আয়োজনে সহযোগিতা করছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। আয়োজনের মূল পৃষ্ঠপোষক ঢাকা ট্রিবিউন ও বাংলা ট্রিবিউন। এ উৎসবের প্ল্যাটিনাম স্পন্সর ব্র্যাক, গোল্ড স্পন্সর এনার্জিস ও পূর্ণভা, গোল্ড পার্টনার ব্রিটিশ কাউন্সিল, সিলভার স্পন্সর হিসেবে রয়েছে ক্রিস্টোফারসন রব এ্যান্ড কোম্পানি ও ইউল্যাব। রবিবার বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এতে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, লিট ফেস্টের পরিচালক কাজী আনিস আহমেদ, সাদাফ সায্, আহসান আকবর, ঢাকা ট্রিবিউনের সম্পাদক জাফর সোবহান, বাংলা ট্রিবিউনের ভারপ্রাপ্ত সম্পাদক জুলফিকার রাসেল ও ব্র্যাকের জ্যেষ্ঠ পরিচালক আসিফ সালেহ। সংবাদ সম্মেলনে কাজী আনিস আহমেদ বলেন, বিশ্বসাহিত্যে শীর্ষ পুরস্কার নোবেল, পুলিৎজার ও ম্যানবুকার প্রাপ্ত তিন-তিনজন সাহিত্যিক আসছেন। এটিকে লিট ফেস্টের অন্যতম বড় পাওয়া। বরাবরের মতো এবারও অন্য দেশের সাহিত্যের চেয়ে অধিক গুরুত্ব পাচ্ছে বাংলা সাহিত্য। এই উৎসবের মূল বিষয় হচ্ছে বাংলাকে বিশ্বে এবং বিশ্বকে বাংলার কাছে তুলে ধরা। তিনি জানান, সম্প্রতি প্রয়াত সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হককে বিশেষ সম্মান জানানো হবে এ উৎসবে। তার ‘নীল দংশন’ উপন্যাসের অংশবিশেষ ইংরেজীতে মঞ্চায়িত হবে। থাকছে তার জীবন নিয়ে বিশেষ আলোচনা। এ উৎসবে অধ্যাপক ফকরুল আলম অনুদিত মীর মোশাররফ হোসেনের ‘বিষাদ সিন্ধু’র প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সে সঙ্গে এ বছর থেকে ‘জেমকন সাহিত্য পুরস্কার’ প্রদান করা হবে উৎসবমঞ্চে। তিনি বলেন, নিরাপত্তার রক্ষার্থে বড় ব্যাগ নিয়ে উৎসবস্থলে প্রবেশ করতে দেয়া হবে না। দর্শনার্থী ও সাহিত্যপ্রেমীরা ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধন করে এ উৎসবে অংশ নিতে পারবেন। নিবন্ধন ও উৎসবের সার্বিক তথ্য পাওয়া যাবে উৎসবের নিজস্ব ওয়েবসাইট এছাড়াও উৎসবস্থলেও নিবন্ধন করে প্রবেশ করা যাবে। মুনীর চৌধুরী ও সেলিম আল দীন স্মরণে নাট্যপ্রদর্শনী ॥ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সামনে দাঁড়াতেই নজরে আসে দুই কীর্তিমান মানুষের মুখ। একজন মুনীর চৌধুরী ও অপরজন সেলিম আল দীন। এই দুই বরেণ্য নাট্যকারের হাত ধরে অনেক পথ হেঁটেছে, হাঁটছে বাংলাদেশের মঞ্চ নাটক। এ দুই গুণীজনের স্মরণে পাঁচটি নাটক নিয়ে বিশেষ নাট্যপ্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। নাটকগুলো মঞ্চস্থ করছে শিক্ষা প্রতিষ্ঠানের নাট্যকলা বিভাগ আর নাট্যশিক্ষা প্রতিষ্ঠান। রবিবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে নাট্যপ্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন লাকী ইনাম, সারা যাকের ও রোকেয়া রফিক বেবী। সভাপতিত্ব করেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। নৃত্যের ছন্দে শচীন দেববর্মণ উৎসবের সমাপ্তি ॥ সঙ্গীতের সুরেলা আহ্বানে শুক্রবার শুরু হয়েছিল সাংস্কৃতিক সংগঠন বহিক্রশিখার শচীন দেববর্মণ উৎসবের। রবিবার নৃত্যের ছন্দে শেষ হলো উপমহাদেশের কিংবদন্তি শিল্পীকে স্মরণ করা এ উৎসব। রাজধানীর সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত শেষদিনের নৃত্যসন্ধ্যার উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিশেষ অতিথি ছিলেন উৎসবের পৃষ্ঠপোষক আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম সারোয়ার ও নৃত্যশিল্পী সংস্থার সভাপতি মিনু হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শচীন দেববর্মণ উৎসবের আহ্বায়ক ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ।
×