ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সংখ্যালঘুদের ওপর হামলা কোনভাবেই বরদাশ্ত করা হবে না ॥ নাসিম

প্রকাশিত: ০৫:৫২, ১৪ নভেম্বর ২০১৬

সংখ্যালঘুদের ওপর হামলা কোনভাবেই বরদাশ্ত করা হবে না ॥ নাসিম

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ সংখ্যালঘুদের ওপর হামলা কোনভাবেই বরদাশ্ত করা হবে না উল্লেখ করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বিএনপির প্রতি ইঙ্গিত করে বলেছেন, জ্বালাও-পোড়াও আর মানুষ হত্যা করে সকল আন্দোলনে ব্যর্থ একটি মহল সাম্প্রদায়িক সন্ত্রাসে উস্কানি দিচ্ছে। কিন্তু বঙ্গবন্ধুর বাংলাদেশে শেখ হাসিনার সরকারের আমলে সাম্প্রদায়িক সম্প্রীতি কোনভাবেই নষ্ট হতে দেয়া যাবে না। এ জন্য তিনি প্রশাসন, জনপ্রতিনিধিসহ দলীয় নেতাকর্মীদের প্রতি সদা সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। রবিবার দুপুরে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন ও আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন তানভীর ইমাম এমপি, সেলিনা বেগম স্বপ্না এমপি, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ, সিভিল সার্জন ডাঃ শেখ মোঃ মঞ্জুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস, সহ-সভাপতি আবু ইউসুফ সূর্য্য, এ্যাডভোকেট কেএম হোসেন আলী হাসান, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তাসহ জেলা পর্যায়ের বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ। স্বাস্থ্যমন্ত্রী নাসিম বলেন, বর্তমান সরকারের আমলে সংখ্যালঘু সনাতন ধর্মাবলম্বীসহ সকল ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে তাদের ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করে আসছে। এ অবস্থায় অযাচিতভাবে সংখ্যালঘুদের ওপর হামলা চালিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের পাঁয়তারা চলছে। কোন অবস্থাতেই সংখ্যালঘুদের ওপর হামলা বরদাশত করা হবে না। দেশের সার্বিক উন্নয়নে প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধিদের সহযোগিতার কথা উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমেরিকা, চীন, ভারত এমনকি সৌদি আরবসহ গোটা দুনিয়া শেখ হাসিনার উন্নয়ন কর্মকা-ের পক্ষে অথচ একটি মহল সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের জন্য উস্কানি দিয়ে যাচ্ছে। এ প্রসঙ্গে তিনি ১৪ দলের প্রতিনিধি দলের প্রধান হিসেবে নাসিরনগরের ঘটনা পর্যবেক্ষণের অভিজ্ঞতাও তুলে ধরেন। তিনি সিরাজগঞ্জের সার্বিক উন্নয়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখারও পরামর্শ দেন। পরে তিনি শিয়ালকোল শহীদ এম মনসুর মেডিক্যাল কলেজের নির্মাণাধীন স্থান পরিদর্শন করে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, ২০১৯ সালের মধ্যে এ প্রকল্পের নির্মাণ কাজ শেষ হবে। এ প্রকল্পের কাজ শেষ হলে শেখ হাসিনার সরকারের উন্নয়ন প্রতিশ্রুতি যেমন বাস্তবায়ন হবে, তেমনি এটি হবে উত্তরাঞ্চলের উন্নয়ন ধারায় একটি মাইলফলক।
×