ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিশ্ব ডায়াবেটিস দিবস আজ

প্রকাশিত: ০৫:৫১, ১৪ নভেম্বর ২০১৬

বিশ্ব ডায়াবেটিস  দিবস আজ

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশসহ সারাবিশ্বে ডায়াবেটিস এখন মহামারী হয়ে উঠছে। বিশ্বে ডায়াবেটিস আক্রান্ত রোগীর সংখ্যা সাড়ে ৪১ কোটি। দেশে প্রায় ৭১ লাখ, বছরে বাড়ছে আরও ১ লাখ রোগী। শুধুমাত্র ডায়াবেটিসের কারণে বিশ্বে প্রতি সেকেন্ডে একজনের মৃত্যু হয়। বিশ্বের সর্বত্র বয়সী মানুষ এ রোগে আক্রান্ত হচ্ছে। বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ও ওই সব রোগের আক্রমণের পথ প্রশস্ত করে ডায়াবেটিস। কেবল ডায়াবেটিসের জটিলতা কমাতে পারলে বাংলাদেশে স্বাস্থ্যখাতেই বছরে প্রায় ২ হাজার কোটি টাকা পর্যন্ত ব্যয় কমানো সম্ভব বলে মনে করছে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি। ডায়াবেটিস প্রতিরোধে এখনই কার্যকর উদ্যোগ না নিলে বিশ্বে ডায়াবেটিক রোগীর সংখ্যা আগামী ২০৪০ সালের মধ্যে ৬৪ কোটি ২০ লাখ ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। তাঁরা বলছেন, সুশৃঙ্খল জীবনযাপন করলে রোগী নিজেই ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে পারে। সচেতনতার অভাবে অনেকেই এ রোগে আক্রান্ত হচ্ছে। এমন অবস্থার মধ্য দিয়ে আজ সোমবার পালিত হচ্ছে বিশ্ব ডায়াবেটিস দিবস। এবার দিবসটির প্রতিপাদ্য ‘ডায়াবেটিসের ওপর দৃষ্টি দিন, অন্ধত্ব এড়াতে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখুন’। দিবসটি উপলক্ষে রবিবার বারডেম হাসপাতালের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি অধ্যাপক একে আজাদ খান, সহ-সভাপতি মেজর জেনারেল (অব) অধ্যাপক এ আর খান, মহাসচিব মোহাম্মদ সাইফ উদ্দিন ও চীফ কো-অর্ডিনেটর ড. মোহাম্মদ আব্দুল মজিদ, বারডেমের মহাপরিচালক অধ্যাপক নাজমুন নাহার, চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক আশরাফ সাঈদ প্রমুখ। দিবসটি উপলক্ষে আজ সোমবার সমিতির অন্যান্য অঙ্গ প্রতিষ্ঠান ও বিভিন্ন জেলায় অবস্থিত অধিভুক্ত সমিতিগুলোও এ বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে। কর্মসূচীগুলোর মধ্যে রয়েছে র‌্যালি, সচেতনতামূলক পোস্টার ও লিফলেট বিতরণ, আলোচনা সভা ও বিনামূল্যে ডায়াবেটিস নির্ণয়। আজ সোমবার সকাল সাড়ে আটটায় শাহবাগ থেকে র‌্যালি বের হবে। সকাল সাড়ে দশটায় বারডেম অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে বিশেষজ্ঞ চিকিৎসক ও রোগীদের আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব। বেলা ২টায় একই অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে আলোচনা সভা। এতে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত সমিতি, বারডেম, এনএইচএন ও এইচসিডিপির উদ্যোগে শাহবাগ (জাতীয় যাদুঘরের সামনে) ও ধানম-ি রবীন্দ্র সরোবরসহ রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় বিনামূল্যে ডায়াবেটিস নির্ণয় করা হবে। দিবসটি উপলক্ষে আজ সকাল ৮টায় ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালও ফ্রি হার্ট ক্যাম্প করার উদ্যোগ নিয়েছে। এতে রোগীরা বিনামূল্যে নিবন্ধন, চিকিৎসা পরামর্শ ও ওষুধ ছাড়াও শতকরা ১৫ ভাগ কমিশনে হাসপাতালের অন্যান্য পরীক্ষা করাতে পারবেন।
×