ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভিডিও কল, মুঠোফোনে যোগাযোগ আছে স্বজনদের সঙ্গে

পুলিশ মহেশখালীর ১৪ যুদ্ধাপরাধীকে খুঁজেই পাচ্ছে না

প্রকাশিত: ০৫:৫১, ১৪ নভেম্বর ২০১৬

পুলিশ মহেশখালীর  ১৪ যুদ্ধাপরাধীকে  খুঁজেই পাচ্ছে না

এইচএম এরশাদ, কক্সবাজার ॥ মানবতাবিরোধী অপরাধের মামলায় মহেশখালীর ১৪ আসামি এখনও পলাতক রয়েছে। বিচারাধীন মামলায় ১৯ আসামির মধ্যে পাঁচজন কারাবন্দী। কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর বিভিন্ন স্থানে এসব রাজাকারের বাড়ি। ওইসব রাজাকার আত্মগোপনে থেকেও নিজ নিজ পরিবারের সঙ্গে মুঠোফোনে নিয়মিত আলাপ করছে। ভিডিও কলের মাধ্যমে স্বজনদের চেহারাও দেখাদেখি হচ্ছে বলে সূত্রে জানা গেছে। আত্মগোপনে থাকা ওই আসামিদের সঙ্গে পরিবারের সদস্যরা গোপনে দেখা সাক্ষাতও করে আসছে বলে তথ্য মিলেছে। সূত্র জানায়, পলাতক আসামিদের মধ্যে গ্রেফতার এড়াতে গোপনে মালয়েশিয়া পাড়ি দিয়েছে মৌলভী অলি আহমদ। একাত্তরে শান্তি কমিটির সভাপতি মৌলভী জকরিয়া সিকদারসহ ১৩ জনের মধ্যে কেউ পাকিস্তান, মহেশখালী, কেউ উখিয়া, আবার কেউ কুমিল্লা, চট্টগ্রাম ও বাঁশখালীসহ বিভিন্ন স্থানে আত্মগোপনে রয়েছে বলে সূত্রে জানা গেছে। অথচ ওই রাজাকারদের খুঁজে পাচ্ছে না বলে জানিয়েছে আইনপ্রয়োগকারী সংস্থার লোকজন। মহেশখালী থানা পুলিশের খাতায় ওইসব রাজাকার পলাতক। মানবতাবিরোধী অপরাধের এ মামলার মোট আসামি ২১ জনের মধ্যে ২ জন মারা গেছে। কারাগারে আছে ৫ আসামি। যাদের মধ্যে ১ আসামি রয়েছে জামিনে। ওইসব আসামির বিরুদ্ধে ১৩টি ঘটনায় একাত্তরে মুক্তিযুদ্ধে ৯৪ জনকে হত্যা, অসংখ্য নারী ধর্ষণ, ব্যাপক লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে। আত্মগোপনে আসামিরা ॥ মানবতাবিরোধী অপরাধে দায়েরকৃত মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি একাত্তরে শান্তি কমিটির সভাপতি মৌলভী জকরিয়া সিকদার গ্রেফতার এড়াতে কুমিল্লায় (২য় স্ত্রীর পিত্রালয়ে) আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে। মৌলভী অলি আহমদ পালিয়ে গেছেন মালয়েশিয়ায়। মোঃ সাইফুল ইসলাম সাবুল ও মমতাজ আহমদ আত্মগোপনে রয়েছেন চট্টগ্রামের বাঁশখালীতে। মৌলভী আবদুল মজিদ রয়েছে উখিয়ায় আত্মীয়ের ঘরে, মৌলভী জালাল, আবদুল শুক্কুর ও আবদুল আজিজ মহেশখালীর দুর্গম পাহাড়ী এলাকায় আত্মগোপনে রয়েছেন বলে সূত্রটি দাবি করেছে। তবে কুখ্যাত রাজাকার মৌলভী জকরিয়া সিকদার সম্প্রতি পাকিস্তানে পালিয়েছে বলে জানা গেছে। মহেশখালী থানার ওসি বাবুল চন্দ্র বণিক জনকণ্ঠকে বলেন, মানবতাবিরোধী অপরাধের মামলার আসামিরা মহেশখালীতে নেই। গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে গেছে তারা।
×