ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সায়েন্স ফিকশন থেকে বাস্তবে

প্রকাশিত: ০৫:৪৪, ১৪ নভেম্বর ২০১৬

সায়েন্স ফিকশন থেকে বাস্তবে

অনেকের স্বপ্ন থাকে আকাশে উড়ার। সেই স্বপ্ন পূরণ করতে শীঘ্রই বাজারে আসছে জেটপ্যাক। জেটপ্যাক বা রকেটবেল্ট হলো মানুষের শরীরের পেছনে বেল্ট দিয়ে বাঁধা কয়েকটি যন্ত্রাংশ, যেটি পানি বা বিশেষ গ্যাসের সমন্বয়ে তৈরি। এটি মানুষকে শূন্যে উড়তে সহায়তা করে। এটি বর্তমানে বাজারে আনছে জেটপ্যাক এভিয়েশন নামের একটি প্রতিষ্ঠান। তবে এজন্য আগামী বছরের জন্য অপেক্ষা করতে হবে। সাধারণত সায়েন্স ফিকশনের গল্পে বা ছবিতে দেখা যায় জেটপ্যাক ব্যবহার করে এক স্থান থেকে আরেক স্থানে উড়ে বেড়াচ্ছে মানুষ। এখন বাস্তবেই দেখা যাবে এ বাহনের ব্যবহার। যে কেউ অর্থের বিনিময়ে নিজের করে নিতে পারবে বাহনটি। জেটপ্যাক এভিয়েশন নামের প্রতিষ্ঠান জনসাধারণের জন্য আগামী বছরের এপ্রিল অথবা মে মাসের মধ্যে বিক্রি শুরু করতে যাচ্ছে এই যন্ত্রটি। আগের বছর জেটপ্যাক এভিয়েশন সর্বপ্রথম জেটপ্যাক ব্যবহার করে যুক্তরাষ্ট্রে স্ট্যাচু অব লিবার্টির কাছে উড্ডয়ন করে। জেবি-১০ নামের মডেলটি দুটি ইঞ্জিনের সমন্বয়ে তৈরি, যা পূর্ববর্তী জেবি-৯ মডেল থেকে ৭ শতাংশ বেশি শক্তিশালী। জেবি-৯ মডেলটি একবার রিফুয়েলিং-এর আগে ১০ মিনিটের জন্য এক হাজার ফুট বা ৩০৫ মিটার উচ্চতা পর্যন্ত নিয়ে যেতে পারত। জেবি-৯ জেটপ্যাকটিতে টারবাইন জেট ব্যবহার করা হয়েছে শক্তির উৎস হিসেবে। এতে জ্বালানি হিসেবে সাধারণ কেরোসিন ব্যবহার করা হয়েছে এবং এটি একবারে সর্বোচ্চ ১০ গ্যালন জ্বালানি ভরে টানা ১০ মিনিট পর্যন্ত উড়তে সক্ষম বলে জানানো হয়। এদিকে জেটপ্যাক এভিয়েশনের প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান নিউজিল্যান্ডের মার্টিন এয়ারক্রাফটও জেটপ্যাক বিক্রি শুরুর ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটি প্রতিটি জেটপ্যাকের মূল্য নির্ধারণ করেছে দুই লাখ মার্কিন ডলার। সূত্র : মেইল অনলাইন ও ওয়েবসাইট
×