ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ট্রাম্পবিরোধী বিক্ষোভ কিছুতেই থামছে না

প্রকাশিত: ০৫:৪৩, ১৪ নভেম্বর ২০১৬

ট্রাম্পবিরোধী বিক্ষোভ  কিছুতেই থামছে না

জনকণ্ঠ ডেস্ক ॥ যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পবিরোধী বিক্ষোভ থামছেই না। নির্বাচনের ফল ঘোষণার পর থেকে চলা ট্রাম্পবিরোধী বিক্ষোভ পঞ্চম দিনে পড়েছে। ‘ট্রাম্প আমাদের প্রেসিডেন্ট নন’ ‘ট্রাম্প একজন বর্ণবাদী’ ‘ট্রাম্প যৌন নিপীড়ক’ এসব লেখা পোস্টার হাতে নিয়ে শনিবার রাত ও রবিবার সকালে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে। শনিবার যুক্তরাষ্ট্রের প্রখ্যাত তথ্যচিত্র নির্মাতা মাইকেল মুর প্রেসিডেন্ট পদ থেকে ট্রাম্পকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তার দফতরে একটি চিরকুট রেখে এসেছেন। খবর বিবিসি, এএফপি ও সিএনএন অনলাইনের। নিউইয়র্ক, আটলান্টা, মায়ামি, শিকাগো, লসএ্যাঞ্জেলেস, ডেটন, সিনসিনাটি, ওহাইও, ওকলাহামা, সল্টলেকসিটি, ওয়াশিংটন, রোড আইল্যান্ড, লাসভেগাস, পোর্টল্যান্ড, ক্যালির্ফোনিয়া, অকল্যান্ড ও সানফ্রান্সিসকোসহ অন্যান্য শহরে ট্রাম্পবিরোধী বিক্ষোভ হয়। তবে শনিবার সবচেয়ে বড় বিক্ষোভ হয়েছে লসএ্যাঞ্জেলেসে। এই বিক্ষোভে অন্তত ১০ হাজার লোক অংশ নেয়। এসব বিক্ষোভ থেকে বহু লোককে আটক করে পুলিশ। পোর্টল্যাল্ডে এক বিক্ষোভকারীর ওপর গুলির ঘটনা ঘটেছে। নিউইয়র্কের ট্রাম্প টাওয়ারের সামনেও শনিবার অন্তত সাড়ে তিন হাজার মানুষ জড়ো হয়ে বিক্ষোভ দেখায়। এ সময় এক মহিলা টাওয়ারের সামনের সড়কে শুয়ে পড়ে। ডোনাল্ড ট্রাম্প নিউইয়র্কের যে বহুতল ভবনে বাস করেন তার সামনেও বিক্ষোভ হয়েছে। ওদিকে নির্বাচনে পরাজয়ের জন্য ডেমোক্র্যাটিক প্রার্থী হিলারি ক্লিনটন এফবিআই পরিচালক জেমস কোমিকে দায়ী করেছেন। তিনি বলেছেন, নির্বাচনের মাত্র এক সপ্তাহ আগে তার ব্যক্তিগত ই-মেইল নিয়ে এফবিআইয়ের পুনরায় তদন্তের ঘোষণা বিজয়ের অগ্রযাত্রার প্রেরণা নষ্ট করে দিয়েছিল। ডেমোক্র্যাটিক পার্টির শীর্ষ দাতাদের সঙ্গে টেলিফোনে আলাপকালে হিলারি এ অভিযোগ করেন। দাতাদের সঙ্গে হিলারির এ কথোপকথনের কিছু অংশ ফাঁস হয়ে গেছে। কোয়ার্টজ ও সিএনএনসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন গণমাধ্যমে এ খবর প্রকাশিত হয়েছে।
×