ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নাসিরনগরে ফের সংখ্যালঘুর বাড়িতে আগুন ॥ কয়েকটি জাল পুড়ে ছাই

প্রকাশিত: ০৫:৪২, ১৪ নভেম্বর ২০১৬

নাসিরনগরে ফের সংখ্যালঘুর বাড়িতে আগুন ॥ কয়েকটি জাল পুড়ে ছাই

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ নাসিরনগরে আবার এক সংখ্যালঘুর বাড়িতে আগুন দেয়া হয়েছে। রবিবার ভোরে পশ্চিমপাড়ার ছেঙ্গাপুরে (জেলেপাড়া) ছোট্টু লাল দাসের বাড়িতে আগুন দেয়া হয়। আগুনে পরিবারটির কয়েকটি জাল পুড়ে যায়। তবে পুলিশ বলছে ঘটনাটি রহস্যজনক। ছোট্টু লাল দাস জানান, ভোরে যখন ছাপড়া ঘরটিতে আগুন দেয় দুর্বৃত্তরা, তখন পরিবারের সবাই ঘুমিয়ে ছিল। তাই কারা আগুন দিয়েছে সেটা তিনি জানেন না। ঘরে থাকা কয়েকটি জাল পুড়ে গেছে। পরে গ্রামবাসীর সহায়তা আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তিনি আরও জানান, এলাকায় কারও সঙ্গে তার কোন শত্রুতা বা বিরোধ নেই। কারা আগুন দিয়েছে তা তিনি ধারণাও করতে পারছেন না। ৩০ অক্টোবর নাসিরনগরে তা-বের পর থেকে বিপুল সংখ্যক র‌্যাব, পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়। এরপর গত ৫ নবেম্বর রাতে রহস্যজনকভাবে পাঁচ হিন্দু বাড়িতে অগ্নিকা-ের ঘটনা ঘটে। এ ব্যাপারে পুলিশ দুটি মামলা দায়ের করে। ফের রবিবার ভোরে আরও এক বাড়িতে আগুন দেয়ার ঘটনা ঘটল। পুলিশ ও গ্রামবাসী জানান, শনিবার রাতে ৭-৮ জন পাহারাদার গ্রামটিতে পাহারার কাজে নিয়োজিত ছিল। এর মধ্যেই রহস্যজনক এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। পরিত্যক্ত একটি ছাপড়া ঘরে ভোর পাঁচটার দিকে আগুন লাগে। আগুনে কয়েকটি জাল পুড়ে যায়। পরে গ্রামবাসী ও পাহারাদাররা আগুন নিয়ন্ত্রণে আনে। নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবু জাফর ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওসি আবু জাফর জানান, রাতে ৭-৮ জনের একটি পাহারাদারের দল ছিল। তারা রাতে পাহারা দিচ্ছিল। পাহারা থাকার পরও আগুন দেয়ার ঘটনা ঘটল। জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
×