ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মারাকেশে রামপাল প্রসঙ্গ উঠলে দেখা যাবে ॥ পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ০৫:৪২, ১৪ নভেম্বর ২০১৬

মারাকেশে রামপাল প্রসঙ্গ উঠলে দেখা যাবে ॥ পররাষ্ট্রমন্ত্রী

কূটনৈতিক রিপোর্টার ॥ পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, রামপাল আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনের আলোচ্য বিষয় নয়। তবে জলবায়ু সম্মেলনে রামপাল প্রসঙ্গ যদি ওঠে তখন দেখা যাবে। রবিবার পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। ১৪-১৬ নবেম্বর মরক্কোর মারাকেশে আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন (কপ-২২) উপলক্ষে বাংলাদেশ প্রতিনিধি দলের অংশগ্রহণের বিষয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে রামপাল বিদ্যুত কেন্দ্রের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী জানান, জলবায়ু সম্মেলনে রামপাল বিদ্যুত কেন্দ্রের প্রসঙ্গ যদি ওঠে তখন দেখা যাবে। রামপাল এই সম্মেলনের আলোচ্য ইস্যু নয়। এছাড়া রামপাল বিষয়ে ইতোমধ্যেই ইউনেস্কোকে আমাদের বক্তব্যও তুলে ধরেছি। পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর তালিকায় থাকা অন্যতম দেশ। অপরদিকে এ ক্ষেত্রে বাংলাদেশ কার্যকরী ভূমিকা পালন করে চলছে। জলবায়ুর প্রভাব মোকাবেলায় বাংলাদেশের অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ প্রথম দেশ হিসেবে ৪০০ মিলিয়ন ডলারের জলবায়ু ফান্ড গঠন করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের পর মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সম্পর্কে নতুন কোন প্রভাব পড়বে কি-না এমন প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন তাদের অভ্যন্তরীণ বিষয়। তিনি যখন ক্ষমতা গ্রহণ করবেন তখন দেখা যাবে। এর বেশি কিছু তিনি বলতে চাননি। পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, গত বছর জলবায়ু পরিবর্তন বিষয়ক কপ-২১ সম্মেলনে প্যারিস চুক্তি চূড়ান্ত করা হয়। এ বছর ৪ নবেম্বর থেকে এটি কার্যকর হয়েছে। চুক্তি স্বাক্ষরকারী ১৯৭টি দেশের মধ্যে বাংলাদেশসহ ১০৯টি দেশ এতে অনুস্বাক্ষর করেছে। তিনি বলেন, প্যারিস চুক্তি বাস্তবায়নের পরে এ বছরের শীর্ষ সম্মেলন খুব গুরুত্বপূর্ণ। এছাড়াও পররাষ্ট্রমন্ত্রী জানান, সম্মেলনের হাই লেভেল সেগমেন্টে অংশগ্রহণের মাধ্যমে শীর্ষ নেতারা জলবায়ু পরিবর্তন রোধে প্যারিস চুক্তির আওতায় দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানাবেন। যা জলবায়ুর লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে অধিকতর গতিশীলতা আনবে বলে আশা করা যাচ্ছে। উল্লেখ্য, আজ সোমবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী ঢাকা ছেড়ে মরক্কোর উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৫ নবেম্বর কপ-২২-এর উচ্চপর্যায়ের সভায় জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন। এছাড়া তিনি সেখানে জাতীয় ও যৌথভাবে এই চ্যালেঞ্জ মোকাবেলায় কাজের গতি ত্বরান্বিত করতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানাবেন।
×