ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ডাক্তারসহ আটক ৫ শ্রীনগরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু

প্রকাশিত: ০৯:১০, ১৩ নভেম্বর ২০১৬

ডাক্তারসহ আটক ৫ শ্রীনগরে ভুল  চিকিৎসায় প্রসূতির মৃত্যু

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ শ্রীনগরে রানী জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসায় এক প্রসূতির মৃত্যু হয়েছে। এ ঘটনায় গাইনি সার্জন ও এ্যানেসথেসিয়ার চিকিৎসকসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় উপজেলার ঝুমুর সিনেমা হলসংলগ্ন রানী জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে। রোগীর স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানায়, লৌহজং উপজেলার চন্দ্রের বাড়ি এলাকার শহিদুল ইসলামের স্ত্রী রোজিনা বেগমের (২২) প্রসব ব্যথা উঠলে শনিবার বেলা ১১টার দিকে রানী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বিকেল চারটার দিকে ডাঃ তানবীর নাহার শামীমা অস্ত্রোপচারের মাধ্যমে রোজিনার পুত্রসন্তান প্রসব করান। দুই ঘণ্টা পেরিয়ে গেলেও রোগীর কোন স্বজনকে ওটি রুমে ঢুকতে না দেয়ায় তাদের সন্দেহ হয়। সন্ধ্যা ছয়টার দিকে মৃত রোজিনাকে ঢাকায় নেয়ার জন্য এ্যাম্বুলেন্সে তোলার সময় রোজিনার স্বামী দেখতে পান রোজিনা মারা গেছে। পুলিশ হাসপাতালের মালিকানার অংশীদার ও শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্যাথলজি বিভাগের টেকনিশিয়ান আবুল কালাম আজাদ, নার্স শিউলী ও ঝর্ণাকে আটক করে থানায় নিয়ে আসে। রোগীর স্বজনদের দাবির মুখে রাত দশটার দিকে চারতলার ৪১১ নম্বর কক্ষ থেকে গাইনি সার্জন ডাঃ তানবীর নাহার শামীমা ও এ্যানেসথেসিয়ার ডাঃ বাশার মোঃ আব্দুস সালামকে আটক করা হয়।
×