ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাজধানীতে ছাত্রীসহ দুজনের আত্মহত্যা, ব্লেডে তরুণীকে জখম

প্রকাশিত: ০৮:৫৫, ১৩ নভেম্বর ২০১৬

রাজধানীতে ছাত্রীসহ দুজনের  আত্মহত্যা, ব্লেডে তরুণীকে জখম

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর পল্লবীতে ওয়াপদা রোডের বিহারী ক্যাম্পের পাশে টিনশেড বস্তিতে এক স্কুলছাত্রীসহ দু’জন আত্মহত্যা করেছে। শনিবার বিকেলে পুলিশ দু’জনের ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। পুলিশ জানায়, পারিবারিক কলহের জের ধরে তারা আত্মহত্যা করে থাকতে পারে। এদিকে মিরপুরে ব্লেড দিয়ে এক তরুণীকে এলোপাতাড়ি আঘাত করে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে। শনিবার সন্ধ্যায় সংশ্লিষ্ট সূত্র থেকে এ সব তথ্য জানা গেছে। স্থানীয় সূত্র জানায়, শনিবার বিকেলে পল্লবী থানাধীন মিরপুর-১০ নম্বর সেকশনের ‘ডি’ ব্লকের ১ নম্বর লাইনের বিহারী ক্যাম্পের পেছনে ওয়াপদা ব্লিডিংয়ে ৪ নম্বর টিনশেড বস্তি থেকে শাকিলা (১৪) নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। পরে পল্লবী থানার পুলিশ তার লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে সন্ধ্যা ৬টার দিকে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। পল্লবী থানার পুলিশ জনকণ্ঠকে জানায়, শাকিলা স্থানীয় বিএম স্কুলের ৫ম শ্রেণীর ছাত্রী। তার বাবার নাম মোঃ চাঁন মিয়া। তার মা একজন গার্মেন্টস কর্মী। তিন ভাই এক বোনের মধ্যে দ্বিতীয় ছিল শাকিলা। তিনি জানান, শনিবার সকালে মেয়ে শাকিলাকে বাসায় একা রেখে কর্মস্থল গার্মেন্টসে যান। দুপুরে বাসায় খাবার খেতে এসে দেখে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। পরে স্থানীয়দের মাধ্যমে পল্লবী থানায় সংবাদ দেয়া হয়। পুলিশ গিয়ে দরজা ভেঙ্গে শাকিলার ঝুলন্ত লাশ উদ্ধার করে। প্রেমঘটিত কারণে শাকিলা আত্মহত্যা করে থাকতে পারে। এদিকে একই সময় পল্লবী থানার এসআই আবু সাঈদ ওয়াপদা ব্লিডিংয়ের ৫ নম্বর টিনশেড বস্তি থেকে মোঃ করিম (২০) নামে এক জুতার কারিগরের ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সন্ধ্যার দিকে ঢামেক হাসপাতাল মর্গে পাঠিয়েছে। করিম আগে বাস হেলপারের কাজ করত। আজ রবিবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে শাকিলা ও করিমের লাশের ময়নাতদন্ত হবে বলে পল্লবী থানা পুলিশ জানায়। গার্মেন্টস তরুণী আহত ॥ রাজধানীর মিরপুরে ব্লেড দিয়ে এক তরুণীকে এলোপাতাড়ি আঘাত করে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে। আহত তরুণীর নাম মৌসুমী আক্তার (১৮)। পরে ওই তরুণীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
×