ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অগ্রগতি রুখতে একটি শক্তি অপতৎপরতায় লিপ্ত ॥ নৌমন্ত্রী

প্রকাশিত: ০৮:৫৩, ১৩ নভেম্বর ২০১৬

অগ্রগতি রুখতে একটি শক্তি অপতৎপরতায় লিপ্ত ॥ নৌমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ১২ নবেম্বর ॥ নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করার জন্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। দেশের অগ্রগতিকে বাধাগ্রস্ত করার জন্য একটি শক্তি অপতৎপরতায় লিপ্ত রয়েছে। এদের বিরুদ্ধে আমাদের সতর্ক থাকতে হবে। মন্ত্রী বলেন, বিএনপি এবং জামায়াত একই সূত্রে গাঁথা। তারা আগুন আর জ্বালাও-পোড়াওয়ের রাজনীতিতে বিশ্বাস করে। বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হলে বেসরকারী উদ্যোক্তাদের সরকারের সঙ্গে উন্নয়নমূলক কাজে সমন্বয় করতে হবে। তিনি জানান, সরকার দেশের নদীর নাব্য ফিরিয়ে আনার জন্য অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্প গ্রহণ করেছে এবং নারায়ণগঞ্জে একটি পূর্ণাঙ্গ নদীবন্দর গড়ে তোলা হবে। শনিবার বিকেলে সোনারগাঁর মেঘনা শিল্প পার্কে আয়োজিত এক অনুষ্ঠানে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান প্রধান অতিথির বক্তব্যে এসব বথা বলেন। এ সময় অনুষ্ঠানে বক্তব্য রাখেনÑ নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান, নারায়ণগঞ্জ-৩ আসনের লিয়াকত হোসেন খোকা, সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার, বাংলাদেশ অভ্যন্ত্ররীণ নৌপরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর মোহাম্মদ মোজাম্মেল হক, প্রতিষ্ঠানের ব্যবস্থপনা পরিচালক মোস্তফা কামাল, পরিচালক তানভীর আহম্মেদ প্রমুখ।
×