ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

১৫ আগস্ট খালেদার জন্মদিন পালনের মামলার আদেশ ১৭ নবেম্বর

প্রকাশিত: ০৮:৫২, ১৩ নভেম্বর ২০১৬

১৫ আগস্ট খালেদার জন্মদিন পালনের মামলার আদেশ ১৭ নবেম্বর

স্টাফ রিপোর্টার ॥ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ১৫ আগস্ট জন্মদিন পালনের মামলায় পর পর দুই তারিখে হাজির না হওয়ায় ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালত আদেশের জন্য ১৭ নবেম্বর দিন নির্ধারণ করেছেন। চলতি বছরের ৩০ আগস্ট ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সম্পাদক গাজী জহিরুল ইসলাম বেগম জিয়াকে আসামি করে ১৫ আগস্ট জন্মদিন পালনের জন্য দ-বিধির ১৯৮/৪৬৯ ধারায় সি আর ১০৯৬/১৬ নম্বর মামলা দায়ের করেন। আদালত নালিশকারীর বক্তব্য, নালিশী দরখাস্ত, দাখিলী কাগজপত্র পর্যালোচনা করে সংশ্লিষ্ট ধারার অপরাধ আমলে নিয়ে বেগম জিয়ার বিরুদ্ধে ১৭ অক্টোবর হাজিরার জন্য সমন ইস্যু করেন। সমন যথারীতি জারি হয়ে নথিতে শামিল হয়। কিন্তু ঐ দিন তিনি আদালতে হাজির হননি। নালিশকারী খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইস্যুর জন্য আদালতে আবেদন করেন। আদালত আদেশের জন্য ২ নবেম্বর পরবর্তী দিন ধার্য করেন। উক্ত দিনেও তিনি আদালতে হাজির না হলে আগামী ১৭ নবেম্বর আদেশের জন্য পরবর্তী দিন নির্ধারণ করেন।
×