ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মিসবাহ যা বললেন

প্রকাশিত: ০৬:৪৭, ১৩ নভেম্বর ২০১৬

মিসবাহ যা বললেন

স্পোর্টস রিপোর্টার ॥ চলমান নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া সফর শেষে অবসরের বিষয়ে চিন্তা করবেন বলে জানিয়েছেন পাকিস্তান তারকা ক্রিকেটার মিসবাহ-উল হক। গ্রেট ইমরান খানকে পেছনে ফেলে দেশের হয়ে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ টেস্ট খেলার রেকর্ড গড়েছেন। সম্প্রতি নিজের ৪৯তম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দলের নেতৃত্ব দিয়ে এ রেকর্ড গড়েন তিনি। বর্তমানে ৪২ বছর পেরিয়েও সাদা পোশাকে খেলে যাচ্ছেন। এই বয়সে সাধারণত খেলোয়াড়রা অবসর জীবনযাপন করেন। কিন্তু মিসবাহ সেখানে অসাধারণ নেতৃত্ব ও আত্মপ্রত্যয়ী ব্যাটিং উপহার দিয়ে রয়েছেন পাকিস্তানের সাফল্যের কেন্দ্রবিন্দুতে। ক্রাইস্টচার্চে বৃহস্পতিবার নিউজিল্যান্ডের সঙ্গে প্রথম টেস্টে মুখোমুখি হবে মিসবাহর দল। এরপর অস্ট্রেলিয়া সফর। স্থানীয় সংবাদ মাধ্যমে দেয়া সাক্ষাতকারে মিসবাহ বলেন, ‘অবশ্যই নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া সিরিজের পর এ বিষয়ে চিন্তা-ভাবনা করব। এটাই আমার লক্ষ্য ছিল। অতএব দেখব এ দুটি সিরিজ কেমন যায় এবং শারীরিক অবস্থা কেমন থাকে।’
×