ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে আন্তর্জাতিক জুনিয়র টেনিস

প্রকাশিত: ০৬:৪৬, ১৩ নভেম্বর ২০১৬

রাজশাহীতে আন্তর্জাতিক জুনিয়র  টেনিস

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীতে আন্তর্জাতিক জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপের আসর বসছে আজ রবিবার। আজ বিকেলে রাজশাহীর জাফর ইমাম টেনিস কমপ্লেক্সে এ আসরের উদ্বোধন করবেন স্থানীয় সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। ইতোমধ্যে সব আয়োজন সম্পন্ন হয়েছে। আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের উদ্যোগে ও বাংলাদেশ টেনিস ফেডারেশনের সহায়তায় এ আসরে স্বাগতিক বাংলাদেশ ছাড়াও বিশ্বের ১১টি দেশের ৭১ জন বালক ও ৩১ জন বালিকা অংশ নিচ্ছে। এছাড়াও ২০ কোচ ও ম্যানেজার অংশগ্রহণ করবেন। রাজশাহী ইন্টারন্যাশনাল জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপের পরিচালক নুর ইসলাম তুষার জানান, ইতিমধ্যে সব আয়োজন সম্পন্ন হয়েছে। তিনি জানান, স্বাগতিক বাংলাদেশ ছাড়াও অংশগ্রহণকারী দেশ ভারত থেকে ৩২ বালক ও ১৬ বালিকা, চীন থেকে ৪ বালক ও ৭ বালিকা, মালয়েশিয়া থেকে ২ বালক, কোরিয়া থেকে ১০ বালক ও ২ বালিকা, জাপান থেকে ১ বালক, আমেরিকা থেকে ২ বালক ও ১ বালিকা, পর্তুগাল থেকে ১ বালক, নেপাল থেকে ১ বালক, ইন্দোনেশিয়া থেকে ১ বালক, ভিয়েতনাম থেকে ১ বালিকা এবারের প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। এছাড়া স্বাগতিক বাংলাদেশ থেকে ১৬ বালক ও ৪ বালিকা অংশগ্রহণ করবেন।
×