ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এককে চ্যাম্পিয়ন চীনের জিংই ওয়াং ও ভারতের শারদা, পর্দা নামল আন্তর্জাতিক ;###;জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপের

দ্বৈতে শিরোপা জিতে মান রাখলেন ক্যাটি লাফ্রান্স

প্রকাশিত: ০৬:৪৬, ১৩ নভেম্বর ২০১৬

দ্বৈতে শিরোপা জিতে মান রাখলেন ক্যাটি লাফ্রান্স

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়ালটন আন্তর্জাতিক জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপে বালিকা এককে চ্যাম্পিয়ন হয়েছে চীনের জিংই ওয়াং। আর বালক এককে শিরোপা জিতেছেন ভারতের রিসাব শারদা। শনিবার রমনার জাতীয় টেনিস কমপ্লেক্সে বালক ও বালিকা ইভেন্ট ছাড়াও দুই বিভাগের দ্বৈতের ফাইনাল অনুষ্ঠিত হয়। বালিকা এককের শিরোপা জিততে না পারলেও দ্বৈতে ট্রফি জিতে মান রেখেছেন যুক্তরাষ্ট্রের আলোচিত তারকা ক্যাটি লাফ্রান্স। বালিকা এককের ফাইনালে চীনের জিংই ওয়াং ৬-২, ৬-২ গেমে ভারতের কেশপ তানিশাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বালক এককে ভারতের রিসাব শারদা ৬-৪, ৭-৬ গেমে দক্ষিণ কোরিয়ার চ্যাং ওক পার্ককে হারিয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে। বালক দ্বৈতের ফাইনালে ভারতের গুঞ্জন জাদেশ ও সাচ্চি শর্মা জুটি ৪-৬, ৬-৪, ১০-৪ গেমে কোরিয়ার দিহান কিম ও জংহান লিকে পরাজিত করে শিরোপা জয় করে। বালিকা দ্বৈতের ফাইনালে যুক্তরাষ্ট্রের ক্যাটি লাফ্রান্স ও কোরিয়ার জি মিন পার্ক জুটি ১-৬, ৬-৪, ১০-২ গেমে চীনের ইয়াং জিং ও চে ইউ জিয়াও জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। গত ৭ নবেম্বর শুরু হয় ওয়ালটন ৩০তম বাংলাদেশ আইটিএফ জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ। শনিবার চার বিভাগের ফাইনালের মধ্য দিয়ে টুর্নামেন্টের পর্দা নেমেছে। ফাইনাল খেলা শেষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপমন্ত্রী আরিফ খান জয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এ সময় ওয়ালটন গ্রুপের এজিএম মেহরাব হোসেন আসিফসহ বাংলাদেশ টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক মীর খুরশিদ আনোয়ার, টুর্নামেন্ট ডিরেক্টর লুৎফর রহমান ছান্টুসহ বিটিএফ কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় স্বাগতিক বাংলাদেশসহ মোট ১২টি দেশের ৫৯ জন বালক ও ৩৪ জন বালিকাসহ মোট ৯৩ জন খেলোয়াড় অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী দেশগুলো হলোÑ স্বাগতিক বাংলাদেশ, চীন, ভারত, জাপান, কোরিয়া, মালয়েশিয়া, ফিলিপাইনস, সিঙ্গাপুর, থাইল্যান্ড, চাইনিজ তাইপে, আমেরিকা এবং ভিয়েতনাম। এই আসরে মেয়েদের বিভাগে শীর্ষ বাছাই হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন ক্যাটি লাফ্রান্স। আসর শুরুর আগেই ভিন্ন কারণে তিনি লাইমলাইটে আসেন। লস এ্যাঞ্জেলসে অবস্থিত টেনিস একাডেমিতে প্রশিক্ষণপ্রাপ্ত ক্যাটি বাংলাদেশে প্রথমবার পা রাখেন। শিরোপা জিততে ক্যাটি এতটাই মরিয়া ছিলেন যে, থাইল্যান্ড থেকে বিমান ভাড়া করে কম্বোডিয়ায় একটি টুর্নামেন্টে খেলে বাংলাদেশে আসেন। লাল-সবুজের দেশে নির্বিঘেœ ও স্বল্পসময়ে আসার জন্য চার্টার্ড বিমান ভাড়া করেন টুর্নামেন্ট শেষ হওয়া পর্যন্ত। তার সঙ্গে আসেন বাবা স্টিভেন লি লাফ্রান্স, মা ওয়েনডি পারডিউ লাফ্রান্স ও কোচ সোফিয়া আলেক্সান্দা। শুধু তাই নয়, তার নিরাপত্তায় নিয়োজিত ছিল সশস্ত্র দেহরক্ষীও। বাংলাদেশে এ ধরনের ঘটনা এবারই প্রথম। এতসব কা- করেও অবশ্য এককে শিরোপা জিততে পারেননি। তবে দ্বৈতের ট্রফি জিতে কিছুটা হলেও সান্ত¡না নিয়ে মার্কিনমুলুুকে ফিরেছেন সুন্দরীতমা ক্যাটি।
×